কুলতলি: আবারও সুন্দরবনের মৈপীঠে লোকালয়ে বাঘের পায়ের ছাপকে আতঙ্ক। রবিবার সকালে মৈপীঠ গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বনদফতরকে। স্থানীয় বাসিন্দাদের দাবি দু’টি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে এসছে। তবে কুলতলি নয়, ঝাড়গ্রামও কাঁপছে বাঘের আতঙ্কে।
কুলতলিতে গঙ্গার ঘাট এলাকায় বাঘ ধরতে পাতা হবে খাঁচা। দেড় কিলোমিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে। বাঘটি যাতে কোনওভাবে পাশের লোকালয় কিংবা নদী সাঁতরে আবার জঙ্গলে ফিরে যেতে না পারে, সেই কারণেই দেড় কিলোমিটার লোকালয়ে সংলগ্ন জঙ্গলটিকে ঘিরে ফেলা হয়েছে নাইলনের জাল দিয়ে। বারে বারে লোকালয়ে বাঘ চলে আসায় খাঁচা বন্দি করে বাঘটিকে দূরবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়ার ভাবনা করছে বন-দফতর নিয়েই তাকে খাঁচা বন্দি করতে চাইছে বনদফতর।
এ প্রসঙ্গে পিন্টু প্রধান বলেন, “বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত এলাকার লোকজন। মনে হচ্ছে বাঘটি মৈপীঠে রয়েছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। এসে দেখবে। বাঘ ধরতে উদ্যোগ নিয়েছে বনদফতর।”