সন্দেশখালি: বাংলার হটস্পট সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের এই প্রত্যন্ত গ্রাম গত কয়েক মাসে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের গৃহবধূ রেখা পাত্রকে। রাজনীতির আঙিনায় একেবারে আনকোড়া তিনি। আর তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। গণনার প্রথম ২ ঘণ্টার ট্রেন্ড অনুযায়ী, সন্দেশখালিতে এগিয়ে রয়েছেন রেখা পাত্র। পিছিয়ে রয়েছেন হাজি নুরুল।
নির্বাচনের দিনও লাইমলাইটে ছিল সন্দেশখালি। দিনভর উত্তপ্ত ছিল পরিস্থিতি। গণনার আগের দিনও সেই একই পরিস্থিতি। গ্রামে কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড় চালিয়েছে। গ্রেফতারির থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিতেও দেখা গিয়েছে মহিলাদের। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, যে ১৪৪ ধারা জারি করতে হয়।
রেখা পাত্র, সন্দেশখালি আন্দোলনের মুখ। যিনি পুলিশি, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্যামেরার সামনে এসে মুখ খুলেছিলেন। দুধের বাচ্চাকে কোলে নিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবানবন্দি দেন। যাঁর এফআইআর ভিত্তিতে তৃণমূল নেতা শিবু হাজরা গ্রেফতার হয়েছিলেন। সেই রেখা পাত্র, তৃণমূলের পুরনো সাংসদ হাজি নুরুলকে পিছনে ফেলেছেন। রেখা পাত্র মঙ্গলবার সকালেও অভিযোগ করেছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের হুমকির শিকার হতে হচ্ছে। গণনার প্রাথমিক ট্রেন্ডে সন্দেশখালি বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল।