Saokat and Nawsad: ‘একজন জঙ্গিনেতা’, শওকতের মুখে ‘সন্ত্রাসবাদী’ তকমা শুনেই নওশাদ বললেন, ‘ও ব্যাটাকে আমি ছাড়ব না’

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 24, 2024 | 1:16 PM

Nawsad Siddique and Saokat molla: নওশাদ বলেছেন, "এর আগেও আমি আইনি লড়াই লড়েছি। এবারও যদি এমন কিছু বলে থাকেন তাহলে কোর্টেই ওঁকে জবাব দিতে হবে। ব্যাটাকে ছাড়ব না।" এছাড়াও জঙ্গি নেতা বলা প্রসঙ্গে বলেন, "আমি যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমায় কীভাবে বিধানসভায় অ্যাক্সেস দিচ্ছেন স্পিকার সাহেব? মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দফতর কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?"

Saokat and Nawsad: একজন জঙ্গিনেতা, শওকতের মুখে সন্ত্রাসবাদী তকমা শুনেই নওশাদ বললেন, ও ব্যাটাকে আমি ছাড়ব না
বাঁদিকে শওকত মোল্লা, ডানদিকে নওশাদ সিদ্দিকি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাঙড়: ক্য়ানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার তোপের মুখে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। নাম না করে নওশাদকে জঙ্গি বলে আক্রমণ শওকতের। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে যেভাবে প্রাণহানি ঘটেছে তার জন্য দায়ী নওশাদ।

মঙ্গলবার ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকার একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে যান শওকত। মাইক হাতে নিয়ে তীব্র কটাক্ষ করেন নওশাদকে। নাম না করে অপদার্থ বলেন তিনি। তারপর বলেন, “এক অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে কীভাবে ভাঙড়ের শান্তি নষ্ট করা যায় তার চক্রান্ত করছে।”তৃণমূল বিধায়কের দাবি, কোনও প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি নওশাদ। তিনি বলেন, “উনি ভোটের সময় বলেছিলেন হাসপাতাল বানাবেন, রাস্তা বানাবেন, বাচ্চাদের পড়াশোনা করাবেন। একটা রাস্তাও উনি তৈরি করেছেন? এখানকার যুব সমাজের হাতে বন্দুক, আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন।” এরপরই নওশাদকে সন্ত্রাসবাদী, জঙ্গি বলে তকমা দিয়ে বলেন, “একজন সন্ত্রাসবাদী, জঙ্গি নেতা আজ ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছেন।”

তবে শওকত মোল্লার এই বক্তব্যের পাল্টা মন্তব্য করতে গিয়ে নওশাদ পরিষ্কার জানিয়েছেন, তিনি আইনি লড়াই লড়ে এর উত্তর দেবেন। নওশাদ বলেছেন, “এর আগেও আমি আইনি লড়াই লড়েছি। এবারও যদি এমন কিছু বলে থাকেন তাহলে কোর্টেই ওঁকে জবাব দিতে হবে। ব্যাটাকে ছাড়ব না।” এছাড়াও জঙ্গি নেতা বলা প্রসঙ্গে বলেন, “আমি যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমায় কীভাবে বিধানসভায় অ্যাক্সেস দিচ্ছেন স্পিকার সাহেব? মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দফতর কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?”

Next Article
Sagarmela: ৫ থেকে ৬ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ, সাগরমেলায় ভোগান্তিতে পুণ্যার্থীরা