Baruipur: ওদের ‘টার্গেটে’ ছিল কলকাতা, বড় কিছু ঘটনার আগের মুহূর্তেই…

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 16, 2025 | 2:30 PM

Baruipur: বারুইপুর পুলিশ সূত্রে খবর,বারুইপুরের টংতলা এলাকা থেকে গ্রেফতার হয়েছে ওই ডাকাত দলটি। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র,তালা ভাঙার যন্ত্র,লোহার গ্রিল কাটার যন্ত্র ও ধারাল অস্ত্র।

Baruipur: ওদের টার্গেটে ছিল কলকাতা, বড় কিছু ঘটনার আগের মুহূর্তেই...
এদেরই টার্গেটে ছিল কলকাতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বারুইপুর: টার্গেট করেছিল কলকাতা। সেই মতোই রওনা দিয়েছিল সাত জন। বিভিন্ন ধরনের ধারাল অস্ত্র নিয়ে তৈরি হয়ে গিয়েছিল। প্রস্তুত হচ্ছিল গাড়িতে ওঠার জন্য। কিন্তু তার আগেই যত কাণ্ড। বাধা হয়ে দাঁড়াল পুলিশ। কারণ বারুইপুর থানার পুলিশের কাছে আগেই খবর ছিল কলকাতায় ডাকাতি করতে যাচ্ছে এই সকল লোকজন। আর যাওয়ার পথেই গ্রেফতার সাতজনের একটি ডাকাত দল। গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

বারুইপুর পুলিশ সূত্রে খবর,বারুইপুরের টংতলা এলাকা থেকে গ্রেফতার হয়েছে ওই ডাকাত দলটি। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র,তালা ভাঙার যন্ত্র,লোহার গ্রিল কাটার যন্ত্র ও ধারাল অস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকা গাড়ি। আর সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে অতিরিক্ত নম্বর প্লেট।

পুলিশ সূত্রে খবর, ডাকাতির পর গাড়ির নম্বর প্লেট বদলে পালিয়ে আসার ছক ছিল ধৃতদের। ধৃত সাত জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের মধ্যে চার জনের বাড়ি বকুলতলা থানায় এলাকায়। আর বাকি দুজনের বাড়ি কুল্পি থানা এলাকায়। ও একজনের বাড়ি কুলতলি থানায় এলাকায়।