দক্ষিণ ২৪ পরগনা: বউবাজার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নরেন্দ্রপুরের স্বর্ণ ব্যবসায়ী। নরেন্দ্রপুর থানার রাধানগর এলাকার রনজিৎ মণ্ডল নামের স্বর্ণ ব্যবসায়ী সোমবার থেকে নিখোঁজ। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী রনজিৎ মণ্ডলের রাধানগর এলাকায় একটি সোনার দোকান আছে। সোমবার সকাল দশটা নগদ দু লক্ষ টাকা ও প্রায় এক লক্ষ টাকার পুরনো সোনার গয়না নিয়ে বউবাজার গিয়েছিলেন নতুন সোনার গয়না নিয়ে আসতে। বিয়ে বাড়িতে গয়না ডেলিভারি দেওয়ার কথা ছিল।
ব্যবসায়ীর স্ত্রীর কথা অনুযায়ী, বিকালে স্ত্রীর সঙ্গে এক বার কথা হয়। তারপরেই রনজিতের মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায় বলে দাবি পরিবারের। বিকাল থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজ করে রনজিতের কোনও সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নরেন্দ্রপুর থানাতে মিসিং ডায়েরি করেন রনজিতের স্ত্রী মহুয়া। এখনও পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে মুক্তিপণ চেয়েও এখনও পর্যন্ত কোনও ফোন আসেনি বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এর পিছনে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীর স্ত্রী। তিনি বলেন, “বেলা ১২টা আমাকে বলেছিল বউবাজার যাচ্ছি। ৩.৪৫ মিনিটেও কথা হল, বলল কাজ হয়ে গিয়েছে, হোটেলে খেয়ে ফিরছি। তারপর বিকাল থেকে আর ফোনে পাচ্ছি না। সারা রাত ফোনে চেষ্টা করেছি। কিন্তু পাচ্ছি না। মাঝে একটা ফোনে মেসেজ এল, ফোন খোলা ছিল, ব্যস্ত বলছিল। তারপর আবারও ফোন বন্ধ হয়ে যায়।” এর পিছনে কী কারণ থাকতে পারে, সেটা আঁচই করতে পারছেন না ব্যবসায়ীর স্ত্রী।