Sonarpur: তিন মাসের ব্যবধানে ফের সোনারপুরের গহনার দোকানে ছিনতাই

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 17, 2024 | 8:23 AM

Sonarpur: অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যেবেলা গহনার দোকান খোলার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা সব সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর।

Sonarpur: তিন মাসের ব্যবধানে ফের সোনারপুরের গহনার দোকানে ছিনতাই
সোনারপুর পুলিশ স্টেশন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সোনারপুর: রাজ্যের বিভিন্ন জায়গায় গহনার দোকানে চুরি-ডাকাতির ঘটনা যেন কার্যত বেড়েই চলেছে। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সোনারপুরে অবস্থিত একটি গহনার দোকানে ছিনতাই। এর আগে আরও একবার বৈকুণ্ঠপুর বাগুইপাড়া এলাকার একটি গহনার দোকানে ছিনতাই হয়েছিল। তিন মাসের ব্যবধানে ওই এলাকায় আবার চুরি হল।

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যেবেলা গহনার দোকান খোলার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা সব সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর।

খতিয়ে দেখা হচ্ছে এই এলাকার সিসিটিভি ফুটেজ। বাইকে করেই দুষ্কৃতিরা এসেছিল বলে জানা গিয়েছে। ঠিক এই একই কায়দাতেই তিন মাস আগে বৈকুণ্ঠপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি ছাদে বসে পেপার পড়ছি। দেখি বছর চল্লিশের একটা লোক তাড়াতাড়ি চলে গেল। যাকে বলে পালিয়ে গেল। পরে শুনি গহনার দোকানে চুরি হয়েছে।”

প্রসঙ্গত, গত বছর পুরুলিয়া, নদিয়ায় একযোগে একটি নামী গহনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এরপর নতুন বছরে মালদহ, পশ্চিম মেদিনীপুরেও চুরি-ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। মালদহে ডাকাতির ঘটনায় আবার বিহার যোগ পেয়েছে পুলিশ। গ্রেফতারও হয়েছে একাধিক ডাকাত। এরপর আবার সোনারপুরে ছিনতাই। ফলত, আতঙ্কিত রাজ্যের বাসিন্দাদের একাংশ।

Next Article