Sundarban: ধসে গেল রাস্তা, শীতেও ‘শান্তি’ নেই সুন্দরবনের

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 21, 2024 | 11:22 AM

Sundarban: হেমনগরে গোমতী নদীর উপরে একটি সেতু আছে। ওই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য ইঁটের রাস্তা আছে। তারই অবস্থার বেহাল। স্থানীয় বাসিন্দারা বলেন, "কয়েক মাস আগে এই গোমতী নদীর বাঁধের বেশ কিছুটা অংশ বসে যেতে শুরু করে। ফলে বাঁধের উপরে যে ইঁটের রাস্তা তা বসে গিয়েছে।"

Sundarban: ধসে গেল রাস্তা, শীতেও শান্তি নেই সুন্দরবনের
বাঁধ বসে গিয়ে হিঙ্গলগঞ্জের ভয়ঙ্কর অবস্থা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সুন্দরবন: শীতের মরশুম। জেলাগুলিতে ইতিমধ্যেই শীত অনুভূত হচ্ছে। বৃষ্টির লেশ মাত্র নেই। তবে এরই মধ্যে বসে গেল নদী বাঁধ। আর সেই বাঁধের উপরে থাকা ইঁটের রাস্তারও বেশ কিছুটা অংশ বসে গিয়েছে। প্রায় তিনমাস ধরে এভাবে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ হেলদোল নেই প্রশাসনের। এ দিকে, বেহাল ইঁটের রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই অবস্থা হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর থানার হেমনগর গ্রামের সেতুর পাশের রাস্তার।

হেমনগরে গোমতী নদীর উপরে একটি সেতু আছে। ওই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য ইঁটের রাস্তা আছে। তারই অবস্থার বেহাল। স্থানীয় বাসিন্দারা বলেন, “কয়েক মাস আগে এই গোমতী নদীর বাঁধের বেশ কিছুটা অংশ বসে যেতে শুরু করে। ফলে বাঁধের উপরে যে ইঁটের রাস্তা তা বসে গিয়েছে। রাস্তার ইঁট এলোমেলো হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এই নদী বাঁধের রাস্তার পাশে বহু মানুষের বাস। গর্ভবতী মহিলা ও রোগীদের নিয়ে যেতে সমস্যা । এই সব মানুষের গ্রামের বাইরে যাওয়ার এটাই একমাত্র পথ। সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে ।রাস্তায় কোনও আলো না থাকায় সন্ধের পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।”

হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন, “আমাকে এই বিষয়ে কেউ কিছু বলেনি। খোঁজ নিয়ে দেখব। দ্রুত সমস্যা সমাধান হবে।”

Next Article