South 24 Parganas: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত গোসাবা, গ্রেফতার ১০

Abhigyan Naskar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2024 | 1:02 PM

South 24 Parganas: সেই ঘটনার পরেই বুধবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক বিরোধী বলে পরিচিত তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। গাড়িতেও ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধেই।

South 24 Parganas: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত গোসাবা, গ্রেফতার ১০
তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ধৃত ১০
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১০। দানা ঘূর্ণিঝড়ের প্রশাসনিক বৈঠক হচ্ছিল। গোসাবা বিডিও অফিসের সামনে সুন্দরবন উন্নয়নমন্ত্রীর কাছে তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তোলেন বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দলের কর্মীরা। সেখানে বিক্ষোভও দেখানো হয়।

সেই ঘটনার পরেই বুধবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক বিরোধী বলে পরিচিত তৃণমূলের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। গাড়িতেও ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধেই।

সেই ঘটনায় পুলিশ তল্লাশি চালিয়ে মোট ১২ জনকে আটক করে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই একজন তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ ১০ জন বিধায়ক অনুগামীদেরকে গ্রেফতার করেছে। ধৃতদেরকে বৃহস্পতিবার আলিপুর আদালতে পাঠানো হয়েছে।

Next Article