South 24 Parganas Electrocution: ছাত্রীনিবাসে শর্টসার্কিট, তড়িতাদহ হওয়ার আতঙ্কেই অসুস্থ ১০

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2022 | 9:25 AM

South 24 Parganas Electrocution: তড়িঘড়ি ওই ছাত্রীদেরকে ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।

South 24 Parganas Electrocution: ছাত্রীনিবাসে শর্টসার্কিট, তড়িতাদহ হওয়ার আতঙ্কেই অসুস্থ ১০
তড়িতাদহ হওয়ার ভয়েই অসুস্থ

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রী নিবাসের মধ্যে শট-সার্কিট  আতঙ্ক। তড়িতাদহ হওয়ার ভয়েই হুড়োহুড়িতে অসুস্থ ১০ জন ছাত্রী। কাকদ্বীপের হরিপুরের দক্ষিণ সরকারি স্পনসর্ড স্কুলের একটি ছাত্রী নিবাসের ঘটনা। তড়িঘড়ি ওই ছাত্রীদের ভর্তি করা হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা দিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি এসটি হোস্টেলে হঠাৎই শর্ট সার্কিট হয়। শট সার্কিটের জেরে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হোস্টেলে থাকা ১০ জন ছাত্রীকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। রাতে হাসপাতালের ভর্তি রাখা হয় পর্যবেক্ষণের জন্য। প্রত্যেকে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে পড়াশোনা করে। সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷

সকালেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।  হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। আর তার জেরেই ঘটে বিপত্তি। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে মত পড়ুয়াদের একাংশের। খবর পাওয়ার পর দমকল, বিদ্যুৎ দফতরের কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই হস্টেলটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন আবার হস্টেলটি পরিদর্শন করবেন ব্লক আধিকারিকরা।

এক ছাত্রী বলেন, “আমরা কিছু বুঝেই উঠতে পারি। হঠাৎ চিৎকার চেঁচামেচি। কীভাবে যে এমনটা ঘটল, বোঝা যাচ্ছে না।” কর্তৃপক্ষের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Next Article