TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Nov 04, 2021 | 10:16 AM
দীপাবলির সকালে সুন্দরবনের গ্রামে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার ।
বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের বসিরহাট ফরেস্ট রেঞ্জ অন্তর্গত ঝিঙ্গাখালি বিটের শকুনখালির জঙ্গলে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার।
একেবারে সুন্দরবন ঘেঁষা গ্রামে কালীতলায় এই বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও গ্রামবাসীরা।
যদিও দীপাবলির দিন বাঘ দেখতে পাওয়ায় তা বাড়তি পাওনা বলেই মনে করছেন পর্যটকরা। তাঁরা দূর থেকে ক্যামেরাবন্দি করেন বাঘটিকে।
৭ থেকে ৮ ফুট লম্বা বাঘটি শকুনখালির জঙ্গলে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার জঙ্গলে ভিতরে ঢুকে যায়।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একবারে জনপদের এতো কাছে চলে আসায় আতঙ্কে ভুগছে সুন্দরবনবাসী।