দক্ষিণ ২৪ পরগনা: পাড়া বৈঠক চলাকালীন কথা কাটাকাটি, হাতাহাতি। আর তা থেকেই বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া সর্দার পাড়ার। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বামুনিয়া সর্দার পাড়ার পঞ্চায়েত সদস্য সাদেকুল মোল্লা এলাকার সাধারণ মানুষদের নিয়ে পাড়া বৈঠক করছিলেন। সেই সময় ঘটনাস্থলে তৃণমূল আইএসএফ দুই দলের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পাড়া বৈঠকে উপস্থিত সকলের সই সংগ্রহ নিয়ে বাধে জটলা। প্রথমে বাদাবুবাদ,পরে হাতাহাতি। তারই মাঝে বেপরোয়া বোমাবাজি শুরু হতে থাকে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশীপুর থানার পুলিশ।
এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা চালতাবেড়িয়া অঞ্চলের প্রধানের স্বামী নিজাম মোল্লার অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী পাড়া বৈঠক চলাকালীন আইএসএফরা গিয়ে ঝামেলা করে। তৃণমূল সমর্থকদের মারধর করা হয়। এমনকি বোমাবাজি করে বলেও নিজাম মোল্লা অভিযোগ করেন।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেন আইএসএফ সমর্থকরা। তাঁদের পাল্টা বক্তব্য, ঝামেলার সময় তৃণমূলরাই বোমাবাজি করে এবং আইএসএফ সমর্থকদের মারধর করে।
পঞ্চায়েত সদস্য সাদেকুল মোল্লা নির্দল থেকে পঞ্চায়েত ভোটে জিতে পরে তৃণমূলে যোগ দেয়। ফলে এলাকার আইএসএফ কর্মীদের আগে থেকেই তার উপর রাগ ছিল বলে সূত্রের খবর। সেটাই ঝামেলার মূল কারণ ওই সময়ে বৈঠকে থাকা এক ব্যক্তি।