Sabooj Sathi: সবুজ সাথীর সাইকেল পেতে পড়ুয়াদের দিতে হচ্ছে ৫০ টাকা, স্কুলের নির্দেশ ঘিরে বিতর্ক

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2023 | 5:46 PM

Sabooj Sathi: অভিভাবকদের অভিযোগ, সাইকেল পেতে ৫০ টাকা করে স্কুলকে দিতে হয়েছে। না দিলে সাইকেল দেওয়া হবে না বলে স্কুল থেকে জানানো হয়।

Sabooj Sathi: সবুজ সাথীর সাইকেল পেতে পড়ুয়াদের দিতে হচ্ছে ৫০ টাকা, স্কুলের নির্দেশ ঘিরে বিতর্ক
সবুজ সাথীর সাইকেল নিতে দিতে হচ্ছে ৫০ টাকা (নিজস্ব চিত্র)

Follow Us

ডায়মন্ডহারবার: সবুজসাথী (Sabuj sathi) প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের খোর্দনলা বিপিন বিহারী শিক্ষা সদন স্কুলের। গত শনিবার থেকে এই স্কুলে পড়ুয়াদের সবুজ সাথী সাইকেল দেওয়া চলছে। জানা গিয়েছে, পঞ্চাশ টাকার বিনিময়ে ২৬ জন প্রাপকের মধ্যে ২৫ জন ইতিমধ্যে সাইকেল নিয়েও নিয়েছে।

অভিভাবকদের অভিযোগ, সাইকেল পেতে ৫০ টাকা করে স্কুলকে দিতে হয়েছে। না দিলে সাইকেল দেওয়া হবে না বলে স্কুল থেকে জানানো হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন। তাঁরা জানিয়েছেন, নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনার জন্য পরিবহন খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে। স্কুলের নিজস্ব তহবিলে টাকা না থাকায় পড়ুয়াদের থেকে এই টাকা নিতে হয়েছে।

এই বিষয়ে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী জানান, “ঘটনাটি নজরে এসেছে খোঁজ নিয়ে দেখছি।” এ দিকে, বিজেপির প্রশ্ন যেখানে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার কথা,সেখানে কেন সাইকেল পিছু টাকা নেওয়া হচ্ছে স্কুলের পক্ষ থেকে। অপরদিকে, বিজেপির অভিযোগ, কেবলমাত্র বিপিন বিহারী শিক্ষাসদন স্কুল নয়,আশেপাশের বেশ কয়েকটি স্কুলে একই রকম ভাবে কোথাও ৫০, আবার কোথাও ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

Next Article