Sundarbans Tiger: বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ, সমাধান সূত্র খুঁজতে বৈঠকে বনদফতর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2022 | 1:45 PM

Sundarbans Tiger: একদিকে, চলছে ফেন্সিং নেট মেরামতির কাজ, অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে বন দফতর। সজনেখালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বন দফতরের আধিকারিকরা।

Sundarbans Tiger: বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ, সমাধান সূত্র খুঁজতে বৈঠকে বনদফতর
সজনেখালিতে বনদফতরের আধিকারিকদের বৈঠক (নিজস্ব চিত্র)

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বারবার লোকালয়ে ঢুকে পড়ছে সুন্দরবনের বাঘ। তা নিয়ে চিন্তিত বনদফতর। একদিকে, চলছে ফেন্সিং নেট মেরামতির কাজ, অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছে বন দফতর। সজনেখালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন বন দফতরের আধিকারিকরা।

ঘনঘন লোকালয়ে বাঘ চলে আসা এবং বাঘ সংরক্ষণ এই দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই সঙ্গে সুন্দরবনের ব্যাঘ্র গণনার জন্য ক্যামেরা বসানোর কাজ ব্যাহত হওয়া সব মিলিয়ে বন দফতরের আধিকারিকরা কথা বলছেন। বৈঠকে রয়েছেন বন বিভাগের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএফও মিলন কান্তি মন্ডল, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টর তাপস দাস, জোন্স জাস্টিন-সহ অন্যান্য আধিকারিকরা। রয়েছেন সুন্দরবন জীব পরিমণ্ডলের অধিকর্তা পিয়ার চাঁদ ও অজয় সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারাl

কীভাবে বাঘে লোকালয়ে আসা বন্ধ করা যায়, সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণের কাজকে আরও গতিশীল করা যায়, সমস্ত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে l একই সঙ্গে নেট ফেন্সিং কেটে মৎস্যজীবীদের অবৈধভাবে জঙ্গলে প্রবেশ কীভাবে রোখা যায়, তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে l গোসাবার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢোকা বনদফতরের পাতা ফাঁদে খাঁচাবন্দি বাঘটির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে বৈঠকে।

এদিকে, শুক্রবার থেকেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নেট ফেন্সিংয় লাগানোর কাজ শুরু হয়েছে। এর আগে নাইলনের জাল লাগানোর পর থেকেই খুব ভালো সুফল মিলেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ও দক্ষিণ ২৪ পরগনা জেলা বন বিভাগেরl যে কারণে গোসাবা, বাসন্তী ব্লকের ঝড়খালি কিংবা কুলতলীর বিস্তীর্ণ গ্রামগুলোতে বাঘের আনাগোনা বেশ অনেকটাই কমে গিয়েছিল বলা যেতে পারেl কিন্তু সাম্প্রতিককালে আবারও নতুন করে বাঘের আনাগোনা বেড়ে গিয়েছেl একেবারে সরাসরি জঙ্গল থেকে বাঘ ঢুকে পড়ছে কুলতলি, গোসাবা কিংবা বাসন্তীর ঝড়খালি এলাকায়l

এই জাল কার্যত জীবনের ঝুঁকি নিয়েই করতে হয় তাঁদের। এমনিতেই প্রতিনিয়ত সুন্দরবনের নদীতে নৌকা কিংবা বোটে থেকে বাঘের আনাগোনার ওপর নজরদারি চালান বনকর্মীরাl কিন্তু যথেষ্ট সংখ্যক বন কর্মী না থাকায় বিস্তীর্ণ এলাকায় দিনে ও রাতে সমানতালে নজরদারি দেওয়া অসম্ভব হয়ে পড়েl তার ওপর প্রাকৃতিক দুর্যোগ থাকলে সমস্যা আরও বাড়েl সুন্দরবন এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা বনবিভাগের পাশাপাশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকাতেও এবার জোর কদমে শুরু হবে কাটা জাল চিহ্নিত করার পর্ব। সেখানেও একইভাবে জাল মেরামতির কাজ করা হবে।

আরও পড়ুন: Municipality Election Calcutta High Court: কে সিদ্ধান্ত নিতে পারে ভোট পিছনোর? একে অন্যের কোর্টে বল ঠেলল কমিশন-রাজ্য! স্থগিত ‘পুর’ রায়দান

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির পূর্বাভাস এই ৭ জেলায়! তাপমাত্রা কি ফের কমবে?

Next Article