Suvendu Adhikari at Diamond Harbour: ডিসেম্বরেই লাড্ডু নিয়ে আবার আসব, কারণটা বলা যাবে না: শুভেন্দু
Suvendu Adhikari at Diamond Harbour: সভায় উপস্থিত রয়েছেন অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ সহ বঙ্গ বিজেপির নেতারা।
Follow Us
ডায়মন্ড হারবার : সকাল থেকে প্রবল উত্তেজনা শেষে ডায়মন্ড হারবারের সভাস্থলে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়েছিল, শুভেন্দু পৌঁছনোর আগে জায়গায় জায়গায় অবরোধও হয় এদিন। হটুগঞ্জে বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে যান খোদ বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে এই সভা যে হবেই, সেটা বারবার বলেছে বিজেপি নেতৃত্ব।
সভা থেকে কী বার্তা দিলেন শুভেন্দু, একনজরে
শেষ পর্যন্ত সভা হচ্ছে : শুভেন্দু।
আগে নেতা-নেত্রীরা বলতেন কলকাতা চল, এখন বলছেন কাঁথি চল। তাই আমি বললাম, সবাই যখন কাঁথি যাচ্ছে, আমি তখন দলনঘাটা যাই : শুভেন্দু।
এই পুলিশ মমতার পুলিশ, রাজ্য পুলিশ নয়: শুভেন্দু।
অভিষেকের সঙ্গে মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ আদান-প্রদানের প্রমাণ আছে, তোপ শুভেন্দুর।
সভার অনুমতি পাওয়ার পর আমরা সভার কাজ শুরু করলাম। রাতে কাউন্সিরের বাহিনী এল। সব খুলে নিয়ে চলে গেল। আমি নেতাদের বললাম, আপনারা ঝগড়ায় জড়াবেন না: শুভেন্দু।
রাত ১২ টায় হাওড়ায় ডেকরেটারকে ফোন করলাম। তিনি বললেন, ‘আমি মোদীর ভক্ত, এখনই যাচ্ছি।’ এরপর উনি এসে প্যান্ডেল করে দিয়েছেন: শুভেন্দু।
আমাদের ২২২ খানা গাড়ি আটকে দিয়েছে। আমার রাস্তায় কোনও সমস্যা হয়নি। আর কুলপি, কুলতলির ২০ হাজার কর্মী-সমর্থককে আটকে দেওয়া হয়েছে : শুভেন্দু।
২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হত। ২০১৬-র পর এখানে কোনও ভোট করতে দেওয়া হয়নি: শুভেন্দু।
আগেরবার পঞ্চায়েতে নমিনেশন দিতে দেওয়া হয়নি। এবার আমি খেলা দেখাব, আপনারা প্রার্থী জোগাড় করুন, নমিনেশন করানোর দায়িত্ব আমার: শুভেন্দু।
এই মাসেই আবার আসব, এক হাতী-গাড়ি লাড্ডু নিয়ে আসব, কারণটা বলছি না: শুভেন্দু।
তৃণমূলের সূর্য যখন মধ্যগগনে, মুখ্যমন্ত্রী তখন আমার কাছে হেরেছেন: শুভেন্দু।
এখানকার সাংসদ কয়লা খান, টাকা খান। যেই দুর্নীতি করবে, কেউ ছাড় পাবেন না। মোদী বলেছেন, না খায়ুঙ্গা না খানে দুঙ্গা : শুভেন্দু
পুলিশের বিরুদ্ধে আদালতে যাবেন শুভেন্দু, মঞ্চ থেকে বললেন শুভেন্দু।
পরের বার আর আপনাদের বাসে আসতে হবে না। আমি প্লেন ভাড়া করে আনব: শুভেন্দু।