কলকাতা: ভাঙড়ে সভা করার অনুমতি পেলেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর তিনটেয় যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। অনুমতি না মেলায় সেই সভা বাতিল করতে হয়েছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই সভার অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সভা, তাই আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই শুভেন্দুর সভায় অনুমতি দেওয়া হয়নি।
বিজেপির বক্তব্য, ভাঙড়ের মাটিতে অন্য কোনও রাজনৈতিক দল যাতে মাথা তুলতে না পারে, তার জন্যই এই স্বেচ্ছাচেরী মনোভাব। বুধবার দুপুর তিনটের সময়ে ভাঙড়ের কলোনি মাঠে সভা করার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায়, সেটা আপাতত স্থগিত থাকবে। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়েই সভাস্থলে যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক দিক থেকে ভাঙড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। গত পঞ্চায়েত নির্বাচনে বারবার তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। চলেছিল যথেচ্ছ বোমা-গুলি। পাঁচ জনের মৃত্যু হয়েছিল। এরপর প্রশাসনিক রদবদলও হয়। ভাঙড়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যায় কলকাতা পুলিশের হাতে। সে কারণে এবারের লোকসভা নির্বাচনে বাড়তি নজরদারি রয়েছে ভাঙড়ে। পয়লা জুনের ভোট নির্বিঘ্নে করতে গত জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি শুরু করেছে ভাঙড় ডিভিশনের আটটি থানা। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সভা ‘না’ বলার পিছনে কোন কারণ থাকতে পারে? প্রশাসনের একটি সূত্র মারফত জানা যাচ্ছে, স্থানীয় স্তরে তৃণমূলের কর্মসূচি রয়েছে। আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে, তাই বাতিল করা হয়েছে।