মন্দির বাজার: সকালে স্কুলের ইউনিফর্ম পরে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু, বিকাল পেরিয়ে রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি দুই বোন। দুই নাবালিকার খোঁজে এলাকার নানা প্রান্তে হন্যে হয়ে খোঁজ চালায় পরিবারের সদস্যরা। খোঁজ নেওয়া হয় আত্মীয়দের বাড়িতেও। কিন্তু, ঘটনার পর ৬ দিন কেটে গেলেও তাদের কোনও খোঁজ মেলেনি। পরিবাদের সদস্যদের সন্দেহ তাঁদের মেয়েদের কেউ পাচার করে দিয়েছে। পুলিশেও দায়ের হয়েছে মিসিং ডায়রি। খোঁজ চলাচ্ছে পুলিশ (Police)। কিন্তু, এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলায় চিন্তায় পাড়া-প্রতিবেশীরা।
ঘটনা দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার মন্দির বাজার থানা এলাকার। দুই বোনেরই বয়স ১৪ বছরের আশেপাশে। একজন ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। একজন সপ্তম শ্রেণির। সূত্রের খবর, গত ২৭ জুলাই সকালে রাত থেকে আর খোঁজ মেলেনি দুই পড়ুয়ার।
কান্নায় ভেঙে পড়েছেন দুই নাবালিকার মা-বাবা। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি বলেন মা বলেন, “ওই দিন সকাল দশটার সময় স্কুলের ইউনিফর্ম পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু, বিকাল ৪টে বেজে গেলেও ওরা বাড়ি না ফেরায় আমাদের চিন্তা হতে শুরু করে। সেদিন সারা রাত চলে গেলেও ওরা ফেরেনি। সবার কাছে গিয়ে ওদের খোঁজ করি। কেউ খোঁজ দিতে পারেনি। থানাতেও জানিয়েছি। আমাদের মনে হয় ওদের কেউ তুলে নিয়ে চলে গিয়েছে, কিডন্যাপ করেছে।”
আর এক আত্মীয় বলেন, “ওরা কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। প্রেমও করতো না কারও সঙ্গে। ওদের তো প্রেমের বয়সও হয়নি। তাই কারও সঙ্গে যে চলে যাবে সেটা মনে হয় না। আমাদের মনে হয় ওদের পাচার করে দেওয়া হয়েছে। প্রশাসনকে জানিয়েছি। ওদের খোঁজার চেষ্টা করছে। আজ চারদিন হল ওদের পাওয়া যাচ্ছে না। ওদের মা-বাবাও খুবই ভেঙে পড়েছে। পাড়া-প্রতিবেশীরাও চিন্তা করছে।”