Sonarpur: এ কেমন চোর! বাড়ি সাফ করল সঙ্গে নিয়ে গেল রান্নার মশলাটুকুও

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 19, 2023 | 10:53 AM

Sonarpur:জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের হাসনপুরের গ্রাম। সেখানে পরিবারে নিয়ে বসবাস করেন অনিন্দিতা দেবনাথ। বাবার মৃত্যু সংবাদ পেয়ে বৃহস্পতি-শুক্রবার বাড়ি ছিলেন না তিনি। শনিবার ফিরে এসে দেখেন গেটের তালা ভাঙা। তা দেখেই বিপদের কিছুটা আঁচ করতে পেরেছিলেন তিনি।

Sonarpur: এ কেমন চোর! বাড়ি সাফ করল সঙ্গে নিয়ে গেল রান্নার মশলাটুকুও
সোনারপুরে চুরি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সোনারপুর: বাবা মৃত্যুর হয়েছে। সেই কারণে বাপের বাড়ি গিয়েছিলেন মহিলা। দু’দিন সেখানেই ছিলেন। পরে বাড়ি ফিরে মাথায় হাত তাঁর। গোটা বাড়ি হয়ে গিয়েছে ফাঁকা। সোনারপুরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের হাসনপুরের গ্রাম। সেখানে পরিবারে নিয়ে বসবাস করেন অনিন্দিতা দেবনাথ। বাবার মৃত্যু সংবাদ পেয়ে বৃহস্পতি-শুক্রবার বাড়ি ছিলেন না তিনি। শনিবার ফিরে এসে দেখেন গেটের তালা ভাঙা। তা দেখেই বিপদের কিছুটা আঁচ করতে পেরেছিলেন তিনি।

এরপর ঘরে ঢুকে দেখেন, সোনার গহনা, মোবাইল ও অন্যান্য জিনিস নিয়ে প্রায় ৭০ হাজার টাকা খোয়া গিয়েছে তাঁর। এমনকী রান্না ঘরের মরিচ মশলা তেল সবটুকুই চুরি করে নিয়ে গিয়েছে চোর। গতকালই সোনারপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। অনিন্দিতা দেবী বলেন, “আমার বাবা মারা গিয়েছেন। বাড়িতে ছিলাম না। ঘরে ঢুকে দেখি সব ওলট-পালট। এমনকী যে তালা লাগিয়ে গিয়েছিলাম সেটাও নেই। এমনকী মশলাপাতিটুকুও ছাড়েনি। সেটাও নিয়ে চলে গিয়েছে।”

Next Article