Tiger at Patharpratima: কুলতলির পর পাথরপ্রতিমা, বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক

Shuvendu Halder | Edited By: অংশুমান গোস্বামী

Dec 11, 2023 | 11:31 AM

বন দফতরের অনুমান, বাঘটি পাশের ধনচির জঙ্গল থেকে বেরিয়েছিল। বেরিয়ে নদীর ধারে এসেছিল। কিন্তু আবারও জঙ্গলে ঢুকে গিয়েছে। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে বনকর্মীরা এলাকায় মোতায়েন রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশও। যদি বাঘরে দেখা মেলে, তাঁকে ধরার চেষ্টাও করা হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।

Tiger at Patharpratima: কুলতলির পর পাথরপ্রতিমা, বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক
পাথরপ্রতিমায় বাঘের থাবা
Image Credit source: TV9 Bangla

Follow Us

পাথরপ্রতিমা: কুলতলির পর এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমায় ছড়াল বাঘের আতঙ্ক। পাথরপ্রতিমায় গোবর্ধনপুর উপকূল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। যা ঘিরেই ছড়িয়েছে আতঙ্ক। গত তিন দিন আগে স্থানীয় বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পান নদীর চরের নরম মাটিতে। তারপর থেকেই আতঙ্কে এলাকার মানুষ। পুলিশ ও বনদফতরের পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া হচ্ছে। গোবর্ধনপুর উপকূল থানার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক প্রচার করছে পুলিশ।

বন দফতরের অনুমান, বাঘটি পাশের ধনচির জঙ্গল থেকে বেরিয়েছিল। বেরিয়ে নদীর ধারে এসেছিল। কিন্তু আবারও জঙ্গলে ঢুকে গিয়েছে। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে বনকর্মীরা এলাকায় মোতায়েন রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশও। যদি বাঘরে দেখা মেলে, তাঁকে ধরার চেষ্টাও করা হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।

কুলতলি ব্লকের মইপীঠ উপকূল থানার গুড়গুঁড়িয়া- ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চকে রবিবার রাতে খাঁচা পাতে বন দফতররের কর্মীরা।খাঁচার মধ্যে দেওয়া হয় একটি ছাগল। কিন্তূ বাঘ রাতে খাঁচা বন্দি হয়নি। সোমবার সকাল বেলায় বন দফতরের কর্মীরা বাঘের পায়ের ছাপ দেখতে পান। বন দফতরের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। ওই বাঘ নদী পেরিয়ে জঙ্গলে ফিরে গিয়েছে। সেই দৃশ্যও ক্যামেরা বন্দি হয়েছে। এর জেরে আপাতত স্বস্তি মিলেছে গ্রামবাসীদের মধ্যে।

Next Article