TMC Leader Birthday: প্রবেশ পথে কার্পেট-মঞ্চ-বিগ স্ক্রিন, নীল-সাদা বেলুন! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন পালন

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 02, 2025 | 3:40 PM

TMC Leader Birthday: সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফতেপুরের শ্রীনাথ স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। পরীক্ষার আগের দিন এমনিতেই কেন্দ্রগুলোতে একাধিক প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে। কিন্তু তার বদলে ফতেপুর স্কুলে দেখা গেল, একেবারেই ভিন্ন চিত্র।

TMC Leader Birthday: প্রবেশ পথে কার্পেট-মঞ্চ-বিগ স্ক্রিন, নীল-সাদা বেলুন! উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন পালন
উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন পালন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: স্কুলের গেটের সামনেই তৈরি হয়েছে তোরণ। তাতে বড় করে ব্য়ানার। স্কুলের গেট থেকে শুরু করে একেবারে হল ঘর পর্যন্ত বিছানো কার্পেট। আর গোটা স্কুল সাজানো নীল সাদা বেলুনে। বড় করে মঞ্চ, বিগ স্ক্রিন, হচ্ছে অনুষ্ঠান। একেবারে এলাহি আয়োজন! উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিনই স্কুলে সাড়ম্বরে উদযাপিত হল এলাকার যুব তৃণমূল নেতার জন্মদিন। আর গোটাটাই ছবি-সহ পোস্ট করে তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ ২৪ পরগনার ফতেপুর এলাকার ফতেপুর শ্রীনাথ ইন্সস্টিটিউশনে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ উঠল, তাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে দিনই।

সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফতেপুরের শ্রীনাথ স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। পরীক্ষার আগের দিন এমনিতেই কেন্দ্রগুলোতে একাধিক প্রস্তুতি নেওয়ার বিষয় থাকে। কিন্তু তার বদলে ফতেপুর স্কুলে দেখা গেল, একেবারেই ভিন্ন চিত্র।

অভিযোগ, স্কুলে সাড়ম্বরে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের জন্মদিন পালিত হচ্ছে। আর তার জন্য স্কুলে তৈরি হয়েছে মঞ্চ-গেট, নীল সাদা বেলুনে সেজেছে স্কুল! সুকান্ত মজুমদারের প্রশ্ন, ” কোথায় প্রশাসন? অন্ধ! চুপ! তৃণমূল জমানায় শিক্ষা কেন্দ্র ক্লাব হাউসে পরিণত! মমতা বন্দ্যোপাধ্যায় অথবা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু কিছু বলার আছে?”

যদিও তৃণমূল নেতার দাবি, তিনি জন্মদিন পালন করেনি। কেবল মাত্র স্কুলে আয়োজিক রক্তদান শিবিরের উদ্বোধন করে দিয়ে চলে গিয়েছেন।

কিন্তু প্রশ্ন কে এই জাহাঙ্গির খান?

ফলতা ব্লকের যুব সভাপতি জাহাঙ্গির খান। এলাকায় কান পাতলে শোনা যায় তাঁর প্রভাবের কথা।  বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ এবং বজবজ বিধানসভার পর্যবেক্ষক।

কিন্তু পরীক্ষার আগের দিন কেন স্কুলে জন্মদিন পালন? সে উত্তর জানতে জাহাঙ্গির খানকে ফোন করা হয়েছিল। TV9 বাংলাকে তিনি জানান, “এখন আর স্টেজ-ফেজ্ কিচ্ছু নেই। সব খুলে ফেলা হয়েছে। আমি বলার পরই খুলে ফেলেছে ওরা। মাইকও দূরের কথা। সব মালপত্র তুলে দিয়েছে। শুধু এক ধারে রক্ত দিচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, আজ তো রবিবার।”

Next Article