TMC MLA Saokat Molla: ‘যাঁদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি’, ‘টাক মাথাদের’ সংবর্ধনা দিয়ে বললেন তৃণমূল বিধায়ক

Satyajit Mondal | Edited By: সঞ্জয় পাইকার

Oct 16, 2024 | 8:47 PM

TMC MLA Saokat Molla: ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, গোটা ব্লকে হাজার দেড়েক এমন মানুষ রয়েছেন। তাঁদেরও সংবর্ধনা দেওয়ার কথা ভাবছেন তিনি। এমনকি, ধীরে ধীরে নিজের গোটা বিধানসভা কেন্দ্রেই 'টাক মাথাদের' সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

TMC MLA Saokat Molla: যাঁদের মাথায় চুল কম, বুদ্ধিও তাঁদের বেশি,  টাক মাথাদের সংবর্ধনা দিয়ে বললেন তৃণমূল বিধায়ক
সংবর্ধনা দিচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

Follow Us

ক্যানিং: কারও মাথায় একদম চুল নেই। কারও মাথায় সামান্য চুল রয়েছে। এক জায়গায় জড়ো হয়েছেন তাঁরা। কারণ কী? তাঁদের সংবর্ধনা দেবেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জনের মতো মানুষকে সংবর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক। প্রত্যেককে একটি করে গোলাপ ও একটি পাঞ্জাবি দিলেন।

সংবর্ধনা দিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, “ক্যানিং পূর্বের দুটি অঞ্চলে প্রচুর টাক মাথার মানুষ রয়েছে। যাঁদের মাথায় চুল কম, তাঁদের বুদ্ধিও বেশি। তাঁদের সংবর্ধনা জানানো হয়েছে।” তিনি আরও বলেন, গোটা ব্লকে হাজার দেড়েক এমন মানুষ রয়েছেন। তাঁদেরও সংবর্ধনা দেওয়ার কথা ভাবছেন তিনি। এমনকি, ধীরে ধীরে নিজের গোটা বিধানসভা কেন্দ্রেই ‘টাক মাথাদের’ সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবেন তিনি।

এমন সংবর্ধনা দেওয়ার ভাবনা কেন? তৃণমূল বিধায়ক বলেন, “আমরা এটা একটা নতুনত্ব করলাম। এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এটা নতুন ভাবনা।” একইসঙ্গে তিনি জানালেন, যাঁরা বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণী মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়াই মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য,অনেক বড় বড় পদাধিকারী আছেন, তাঁদের মাথায় হয়তো চুল নেই। সেই কারণে এইসব ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে।

তৃণমূল বিধায়ক তাঁদের সংবর্ধিত করার পর অনেকে বললেন, বছর দশেক আগে থেকে মাথার চুল কমতে শুরু করেছিল। এখন একদম মাথায় চুল নেই। তাঁদের এলাকায় এমন মানুষের সংখ্যা কয়েকশো বলে জানান তাঁরা।

Next Article