‘নেতাদের নাম করে টাকা নিলেই ব্যবস্থা নেওয়া হবে’, ‘কাটমানি-রাজ’ রুখতে কড়া তৃণমূল উপপ্রধান

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Aug 10, 2021 | 11:25 PM

TMC: স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন সময়ে সরকারি আবাস যোজনা থেকে শুরু করে নানা সরকারি প্রকল্পের সুবিধা পেতে মোটা টাকা দিতে হয়েছে শাসক দলের নেতৃত্বকে। সেখানে তৃণমূল উপপ্রধানের এ হেন মন্তব্য তাঁদের পক্ষে অত্যন্ত সদর্থক ইঙ্গিত বলেই মনে করছেন এলাকাবাসী।

নেতাদের নাম করে টাকা নিলেই ব্যবস্থা নেওয়া হবে, কাটমানি-রাজ রুখতে কড়া তৃণমূল উপপ্রধান
তৃণমূল উপপ্রধান গৌর সর্দার,নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে হোক বা নেতাদের নাম করে, বিভিন্ন সময়ে সাধারণ মানুষের থেকে বেনিয়মে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শাসক শিবিরের (TMC) বুথ সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে। সেই টাকা আর নেওয়া যাবে না, এমনকী কেউ নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনই স্পষ্ট জানালেন বাসন্তীর তৃণমূল উপপ্রধান গৌর সর্দার।

মঙ্গলবার, একটি প্রকাশ্য জনসভায় বাসন্তী ব্লকের মসজিদ বাটি অঞ্চলের তৃণমূল (TMC) সভাপতি ও উপ প্রধান গৌর সর্দার বলেন, “অনেকেই আমাদের নাম করে, কখনও আমার নাম করে দশ-বিশ হাজার টাকা করে তুলেছে। আমি পরিষ্কার করে বলছি, এই টাকা সম্পূর্ণ জনগণের। কোনও নেতা, সদস্য, কর্মী কেউ টাকা চাইলে টাকা দেবেন না কেউ। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া সাধারণ মানুষের প্রাপ্য। এরজন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই। কেউ টাকা চাইলে জনগণকে বলব থানায় এসে অভিযোগ করুন। আমরা ব্যবস্থা নেব। কাউকে ছেড়ে কথা বলা হবে না।”  তৃণমূল উপপ্রধানের এই হুঁশিয়ারিতে কার্যত বেশ খানিকটা অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তবে, তৃণমূল উপপ্রধানের এই মন্তব্য ঘিরে কোনও প্রতিক্রিয়া মেলেনি দলের অন্দরে।

স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন সময়ে সরকারি আবাস যোজনা থেকে শুরু করে নানা সরকারি প্রকল্পের সুবিধা পেতে মোটা টাকা দিতে হয়েছে শাসক দলের নেতৃত্বকে। সেখানে তৃণমূল উপপ্রধানের এ হেন মন্তব্য তাঁদের পক্ষে অত্যন্ত সদর্থক ইঙ্গিত বলেই মনে করছেন এলাকাবাসী। শুধ তাই নয়, যাঁদের টাকা অন্যায়ভাবে নেওয়া হয়েছে সেই টাকাও যাতে ফিরিয়ে দেওয়া যায় তার চেষ্টাও করা হবে বলে জানিয়েছেন তৃণমূল উপপ্রধান।  আরও পড়ুন: সুখবর! ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ, শুধু একটি শর্তেই মিলবে প্রবেশাধিকার…জেনে নিন

Next Article