WB Panchayat Polls 2023:‘মারাত্মক ষড়যন্ত্রে নেমেছেন আমার বিরোধী বন্ধুরা’, ভাঙড়ে অশান্তির দায় ঠেললেন শাসক নেতা ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 16, 2023 | 4:20 PM

WB Panchayat Polls 2023: মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত থাকে ভাঙড়। দিনের প্রথম পর্বে চলতে থাকে বোমাবাজি, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে উন্মত্ত দাপাদাপি। দ্বিতীয় পর্যায় আরও উত্তপ্ত হয়ে ওঠে। চলতে থাকে বেপরোয়া গুলি। বাড়ির ছাদ থেকে অনর্গল গুলি চালানো হয় বলে অভিযোগ।

WB Panchayat Polls 2023:‘মারাত্মক ষড়যন্ত্রে নেমেছেন আমার বিরোধী বন্ধুরা’, ভাঙড়ে অশান্তির দায় ঠেললেন শাসক নেতা ফিরহাদ
নমিনেশন পর্বের শেষ দিনে ভাঙড়ের ছবি।

Follow Us

কলকাতা: ভাঙড়ের মনোনয়ন ঘিরে অশান্তি, সংঘর্ষ, হিংসা আর খুনের নেপথ্যে এবার ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, “ভাঙড়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি, এটা একটা বড় ষড়যন্ত্র। যেজন্য দেখবেন, যত জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বেশি। কোনও একটা ফাঁদে ফেলে তাঁদের হত্যা করা হচ্ছে।”

তিনি বলেন, “নিশ্চিতভাবে অন্য দলেরও মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু মারাত্মক একটা ষড়যন্ত্রে আমার বিরোধী বন্ধুরা মেতেছেন।”

মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত থাকে ভাঙড়। দিনের প্রথম পর্বে চলতে থাকে বোমাবাজি, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে উন্মত্ত দাপাদাপি। দ্বিতীয় পর্যায় আরও উত্তপ্ত হয়ে ওঠে। চলতে থাকে বেপরোয়া গুলি। বাড়ির ছাদ থেকে অনর্গল গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় তিন জনের মৃত্যুর খবর আসে। ভাঙড়ের ঘটনায় আইএসএফ-কেই দায়ী করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “ভাঙড়ের ঘটনাটি ওখানে যারা বিরোধী আছে, নতুন জিতেছে, সেই প্রথম করেছে করেছে গত পরশু দিন। সেই প্রথম গাড়ি ভাঙচুর করেছে। মুসলিম ভাইবোনদের বিপথে পরিচালিত করা হয়েছে। ফলে কাল একটা প্রত্যাঘাত হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে কাল একটা প্রতিবাদ হয়েছে। যেটা সত্য, সেটা আমি বলব। আজকের ঘটনা আমি এখনও জানি না। আমি রাস্তায়। প্রশাসনকে বলেছি কড়াভাবে দেখতে।”

ভাঙড়ের অশান্তির প্রথম দিনই অর্থাৎ মঙ্গলবারই আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা পাননি তিনি। বরং অশান্তির বিবরণ জানিয়ে চিঠি লিখে আসেন। উল্টে মুখ্যমন্ত্রী আইএসএফের দিকেই আঙুল তুলেছেন।

শুক্রবার কাকদ্বীপে নবজোয়ারের মঞ্চে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী দাবি করেন, “ভাঙড়ের ঘটনা তৃণমূল করেনি।” কিন্তু এর পিছনে আদতে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা স্পষ্ট করেননি শাসক নেতৃত্ব।

Next Article