ফের ভাঙন তৃণমূলে, অর্জুনের হাত ধরে ১৫০ নেতা-কর্মী বিজেপিতে

সৈকত দাস |

Mar 26, 2021 | 11:01 PM

প্রথম দফা ভোটের একদিন আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন ১৫০ নেতা-কর্মী। অর্জুন সিহ (Arjun Singh) বললেন, রাজনৈতিক হিংসা ছড়াতে পুলিশের সহায়তা নিচ্ছেন মমতা।

ফের ভাঙন তৃণমূলে, অর্জুনের হাত ধরে ১৫০ নেতা-কর্মী বিজেপিতে
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: প্রথম দফা ভোটের (First Phase Election) আগেও দলবদলের ধারা অব্যাহত। এবার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় তৃণমূলে (TMC) ভাঙন। শুক্রবার বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-এর ১৫০ জন তৃণমূল ছেড়ে নাম লেখালেন বিজেপি (BJP)-তে।

শুক্রবার সোনারপুর খিরিশতলা বিজেপির নির্বাচনী কার্যালয়ে এই যোগদান কর্মসূচি পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু। এছাড়াও ছিলেন বারুইপুর পূর্ব জেলার বিজেপি সভাপতি সুনীপ দাস।

দলের বিরুদ্ধে তোপ দেগে ১৫০ তৃণমূল নেতা-কর্মী এদিন অর্জুন সিংয়ের হাত থেকে পদ্ম আঁকা পতাকা তুলে নেন। এর পর ওই সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, মমতা ব্যানার্জির (Mamata Banerjee) হিংসার পথ ছাড়া আর কোনও পথ নেই। মানুষ আর ওনাকে ভোট দেবেন না। তাই হিংসার পথই উনি বেছে নিয়েছেন।” বিজেপি সাংসদের বিস্ফোরক দাবি, এই রাজনৈতিক হিংসা ছড়াতে পুলিশের সহায়তা নিচ্ছেন মমতা। অর্জুনের কথায়, “সিভিল ড্রেসে কিছু পেটুয়া পুলিশ আছে। যাদের সিভিক ভলান্টিয়ায়ের তকমা দিয়ে বসিয়েছেন (পড়ুন মমতা)। তাদের দিয়ে অ্যান্টি-সোশ্যাল (অপরাোধী)- দের জেল থেকে ছাড়িয়ে হিংসা করাচ্ছে।” এর পরে বিজেপি সাংসদ যোগ করেন, “এই হিংসার জবাব মানুষ ব্যালটের মাধ্যমে দেবেন।”

পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন কে এদিন কটাক্ষ করতে শোনা যায় অর্জুনকে। একুশের নির্বাচনে (West bengal Assembly Election 2021) ডেরেক চ্যালেঞ্জ করেছেন এবার ২০০-র বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল। যা নিয়ে অর্জুনের কটাক্ষ, “তিনি আনন্দতে থাকুন, আর আমরা সরকার গড়ে নেব।” পাল্টা চ্যালেঞ্জ করে অর্জুন সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিয়ে যে কুৎসা করছেন, বাংলার সংস্কৃতিকে যেভাবে উনি নষ্ট করছেন, তার জবাব দেবে বাংলার মানুষ।

আরও পড়ুন: অভিনব নির্বাচনী প্রচার! কয়লা খনির ভেতরে জনসংযোগ সায়নীর

প্রসঙ্গত, এদিনই অন্য এক জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেজি সাংসদের কটাক্ষ ছিল ভাঙা পা দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন মমতা। তাঁর কথায় ‘কিন্তু ওটা বাউন্স চেক’।

Next Article