আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ, উত্তপ্ত ভাঙড়

Mar 26, 2021 | 11:22 AM

ভোট আবহে (West Bengal Assembly Election 2021) তৃণমূল (TMC)-আইএসএফ (ISF) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangore)।

আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ, উত্তপ্ত ভাঙড়
নিজস্ব চিত্র

Follow Us

ভাঙড়: ভাঙড়ে আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট আবহে (West Bengal Assembly Election 2021) তৃণমূল (TMC)-আইএসএফ (ISF) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangore)।

বৃহস্পতিবার রাতে ভাঙড়ে মাধবপুর এলাকায় উত্তেজনা ছড়ায়। মিন্টু শিকারি নামে এক আইএসএফ নেতা ভাঙড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময় দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

সংজ্ঞাহীন হয়ে পড়েন মিন্টু। খবর পৌঁছয় দলীয় কর্মীদের কাছে। কিন্তু তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। মিন্টু শিকারিকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকায় মোতায়েন পুলিশ। এর আগেও মিন্টু শিকারির ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। এবারও এই ঘটনায় তৃণমূলের নামে অভিযোগ করছেন আহত মিন্টু শিকারি। যদিও তাঁর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল। তাদের দাবি, মিন্টু শিকারি নাটক করছে। আইএসএফের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ভোটের আগের দিনই শালবনিতে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, থমথমে গ্রাম

অন্যদিকে, ভাঙড়ের কাশীপুরের মাঝেরহাট গ্রামে আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষ হয়। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও আইএসসএফ কর্মীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

Next Article