মাটিতে ফেলে বুকে-পিঠে কিল চড় ঘুষি! ডায়মন্ড হারবারে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার

Apr 02, 2021 | 2:41 PM

ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আক্রান্ত বিজেপি (Bengal BJP) প্রার্থী দীপক হালদার (Dipak Halder)। তৃতীয় দফায় নির্বাচন (West Bengal Assembly Election 2021) রয়েছে ডায়মন্ড হারবারে।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আক্রান্ত বিজেপি (Bengal BJP) প্রার্থী দীপক হালদার (Dipak Halder)। তৃতীয় দফায় নির্বাচন (West Bengal Assembly Election 2021) রয়েছে ডায়মন্ড হারবারে। অনান্য দিনের মতো শুক্রবার সকালেও এলাকায় প্রচারে বেরিয়েছিলেন দীপক হালদার। তাঁর সঙ্গে কর্মী সমর্থকরাও ছিলেন।

মিছিল হরিদেবপুরে পৌঁছতেই এক দল যুবক বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। দীপক হালদারকে মাটিতে ফেলে মারধর করা হয়। তাঁর সঙ্গে থাকা অনান্য কর্মী সমর্থকরা তখন বেশ কিছুটা দূরে এগিয়ে যান। তাঁদের ওপরও হামলা হয় বলে অভিযোগ।

পরে বিজেপির আরও কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্তরা পালিয়ে যান। দলীয় কর্মীরাই তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীপক হালদারের আঘাত গুরুতর। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। বুকে ও পীঠে আঘাত রয়েছে তাঁর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ভোট মিটলেও অশান্ত কেশপুর, নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ

২০১১ সাল থেকে ডায়মন্ড হারবারের তৃণমূলের টিকিটে বিধায়ক ছিলেন দীপক হালদার। কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই হামলার ঘটনায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। আসলে বিধায়ক থাকাকালীন দীপক হালদার স্থানীয় অনেক সমস্যার সমাধান করতে পারেননি। সেই ক্ষোভ থেকেই স্থানীয়রা তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ।


অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “এই রকম চললে তৃণমূল দলটাই থাকবে না। হিংসা দিয়ে কি গণতন্ত্র বাঁচবে?” ভোট আবহে ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে ডায়মন্ড হারবারে।

দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আক্রান্ত বিজেপি (Bengal BJP) প্রার্থী দীপক হালদার (Dipak Halder)। তৃতীয় দফায় নির্বাচন (West Bengal Assembly Election 2021) রয়েছে ডায়মন্ড হারবারে। অনান্য দিনের মতো শুক্রবার সকালেও এলাকায় প্রচারে বেরিয়েছিলেন দীপক হালদার। তাঁর সঙ্গে কর্মী সমর্থকরাও ছিলেন।

মিছিল হরিদেবপুরে পৌঁছতেই এক দল যুবক বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। দীপক হালদারকে মাটিতে ফেলে মারধর করা হয়। তাঁর সঙ্গে থাকা অনান্য কর্মী সমর্থকরা তখন বেশ কিছুটা দূরে এগিয়ে যান। তাঁদের ওপরও হামলা হয় বলে অভিযোগ।

পরে বিজেপির আরও কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্তরা পালিয়ে যান। দলীয় কর্মীরাই তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, দীপক হালদারের আঘাত গুরুতর। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়েছে। বুকে ও পীঠে আঘাত রয়েছে তাঁর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ভোট মিটলেও অশান্ত কেশপুর, নিহত তৃণমূল কর্মীর দেহ নিয়ে বিক্ষোভ

২০১১ সাল থেকে ডায়মন্ড হারবারের তৃণমূলের টিকিটে বিধায়ক ছিলেন দীপক হালদার। কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই হামলার ঘটনায় তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। আসলে বিধায়ক থাকাকালীন দীপক হালদার স্থানীয় অনেক সমস্যার সমাধান করতে পারেননি। সেই ক্ষোভ থেকেই স্থানীয়রা তাঁর ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ।


অন্যদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “এই রকম চললে তৃণমূল দলটাই থাকবে না। হিংসা দিয়ে কি গণতন্ত্র বাঁচবে?” ভোট আবহে ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে ডায়মন্ড হারবারে।

Next Article