কলকাতা: ভাঙড়ে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ (Violence in Bhangar) পরিস্থিতি। অশান্তি-বোমাবাজি। মুড়ি-মুড়কির মতো বোমা ফাটছে (Bombing in Bhangar)। গুলিও চলেছে। গতকাল যে পরিস্থিতি ছিল, আজ তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাঙড়ে। আর এসবের মধ্যেই ভাঙড় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মমতার বক্তব্য, ‘ভাঙড়ের ঘটনাটি ওখানে যারা বিরোধী আছে, নতুন জিতেছে, সেই প্রথম করেছে গত পরশু দিন। সেই প্রথম গাড়ি ভাঙচুর করেছে। মুসলিম ভাইবোনদের বিপথে পরিচালিত করা হয়েছে। ফলে কাল প্রতিরোধ করা হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ হয়েছে। যেটা সত্য, সেটা আমি বলব। আজকের ঘটনা আমি এখনও জানি না। আমি রাস্তায়। প্রশাসনকে বলেছি কড়াভাবে দেখতে।’
ভাঙড়ের অশান্ত পরিস্থিতি নিয়ে গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে ছুটেছিলেন সেখানকার বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। আজ এই অগ্নিগর্ভ পরিস্থিতির পর মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন তিনি। বললেন, ‘তাঁর দলের পক্ষ থেকে হয়েছে। তাঁর আইবি থেকে শুরু করে সবাই জানে, কারা কী করেছে।’ নওশাদ বললেন, ‘ভাঙড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে দায়ী। এর জন্যই গতকাল আমি মুখ্যমন্ত্রীর কাছে, আমার অভিভাবিকার কাছে এসেছিলাম। কারণ আমার সন্দেহ হচ্ছিল, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে আরও বড় বড় ঘটনা ঘটে যেতে পারে। পুলিশমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’
নওশাদের দাবি, শুধু ভাঙড়ে নয়, যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গোটা রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে বিরোধীরা। বললেন, ‘আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি।’ উল্লেখ্য, আজ অশান্তির মধ্যে এক আইএসএফ কর্মীর মাথায় গুলি লেগেছে। ক্ষোভ উগরে দিয়ে নওশাদ বললেন, রাজ্য নির্বাচন কমিশন নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ।