Panchayat Elections 2023: শাসকদলের টিকিট না পেয়ে বিজেপি থেকে দাঁড়ালেন গ্রাম প্রধান
WB Panchayat Polls 2023: ভোট ঘোষণার কয়েক মাস আগে নন্দিতা দেবীকে প্রধানের পদে বসায় দল। জানা যায়, তৃণমূলে থাকাকালীনই তিনি দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।
মগরাহাট: শাসকদলের অন্দরের ঝামেলা আবারও প্রকাশ্যে। এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি-র হয়ে দাঁড়ালেন গ্রাম পঞ্চায়েতের বিদায়ী তৃণমূল প্রধান নন্দিতা ঘোষ। টিকিট বিলিতে টাকার লেনদেন ও দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। ভোট ঘোষণার কয়েক মাস আগে নন্দিতা দেবীকে প্রধানের পদে বসায় দল। জানা যায়, তৃণমূলে থাকাকালীনই তিনি দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। এরপর প্রার্থী তালিকা প্রকাশ হয়। সেখানে দেখা যায় নন্দিতা ঘোষকে প্রার্থী করেননি তৃণমূল। সেই কারণে বিজেপি-র হয়ে আসন্ন নির্বাচন লড়েন তিনি।
এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নন্দিতাদেবী বলেন, “আমি দলের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলাম। এখন দেখছি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছি তাঁদেরই টিকিট বিলির দায়িত্ব দেওয়া হয়েছে।” প্রাক্তন তৃণমূল নেত্রী জানান যে, টিকিট বিলিতে টাকার লেনদেন হয়েছে। এখানকার মানুষ তাঁকে চাইছেন তিনি বিজেপির হয়ে লড়াই করুন। সেই কারণে তিনি বিজেপি-র হয়ে লড়াই করছেন। আত্মবিশ্বাসী নন্দিতা ঘোষ বলেন, “জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
নন্দিতার দাবি উড়িয়ে দিয়েছেন মগরাহাট এক নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান বলেন, “দলে নতুনদের জায়গা করে দিতে পুরনোদের কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ মিথ্যা। যে কোনও দলের হয়ে লড়াই করতে পারেন উনি।”
অন্যদিকে, মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এই ঘটনায় দলের আভ্যন্তরীণ বিভাজনের কথা স্বীকার করে নিয়ে বলেছেন,”আগের প্রধানকে সরিয়ে নন্দিতাকে প্রধান করা হয়েছিল। কিন্তু আমি অন্যজনকে চেয়েছিলাম। কারা তখন দায়িত্ব দিয়েছিল জানি না। এবার টিকিট বিলিতে আমার কোনও হাত ছিল না।” ডায়মন্ড হারবার সংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, “তৃণমূলের রোষানলে উনি পড়েছেন। সেই কারণে বিজেপি এবার ওনাকে প্রার্থী করেছেন।”