Mamata Banejee: ‘২ বছর বয়স থেকে রাজনীতি করছে অভিষেক’, ছবি দেখালেন মমতা

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Jun 16, 2023 | 3:35 PM

Mamata-Abhishek: মমতা বলেন, "১৯৯০ সালে সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল, সেই সময় আমি হাসপাতাল থেকে যখন বাড়ি আসি মা আমার কাছে সবটা জানতে চায়। আমি তখন দেখি অভিষেক মায়ের কোলে বসে ঘটনা শুনছে।"

Mamata Banejee: ২ বছর বয়স থেকে রাজনীতি করছে অভিষেক, ছবি দেখালেন মমতা
এই ছবিই উপহার দেন মমতা।

Follow Us

কাকদ্বীপ: কাকদ্বীপের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিশেষ উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিরোধীরা বিভিন্ন সময় দাবি করে, মমতার জন্যই রাজনীতিতে অভিষেকের পরিচিতি। অভিষেকের রাজনৈতিক জ্ঞানের গভীরতা নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। এদিন সে প্রসঙ্গ তুলেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দু’বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত অভিষেক। কীভাবে? তারই প্রমাণস্বরূপ একটি ছবি এদিন মঞ্চে তুলে ধরেন মমতা। সেই ছবিই অভিষেকের হাতে তুলে দেন তিনি। ভরা মঞ্চে মমতার পায়ে হাত দিয়ে প্রণামও করেন ডায়মন্ড হারবারের সাংসদ। যে ছবিটি উপহার দেন, সেখানে মমতার মায়ের কোলে বসে অভিষেক। উল্টো দিকে বসে আছেন মমতা। মাথায় ব্যান্ডেজ।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচির শেষদিন শুক্রবার। পূর্ব কর্মসূচি অনুযায়ী এদিন কাকদ্বীপে নবজোয়ারের মঞ্চে অভিষেকের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই মঞ্চ থেকেই মমতা বলেন, “আমরা যাঁরা তৃণমূল কংগ্রেস করি আমাদের সকলের পরিবার নিয়ে বলা হয়। আমি আজকে অভিষেককে একটা ছোট্ট ইতিহাসের সরণি থেকে ছবি উপহার দেবো। কেন দেবো? অনেকে বলে, দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে। এই তো পরিবারতন্ত্র, এই তো সব। কিন্তু অনেকেই জানেন না ও রাজনীতি করে ২ বছর বয়স থেকে।”

এরপরই মুখ্যমন্ত্রী স্মৃতির সরণি ধরে হেঁটে বলেন, “১৯৯০ সালে সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল, সেই সময় আমি হাসপাতাল থেকে যখন বাড়ি আসি মা আমার কাছে সবটা জানতে চায়। আমি তখন দেখি অভিষেক মায়ের কোলে বসে ঘটনা শুনছে। তার পর থেকে ওকে দেখতাম একটা ঝান্ডা নিয়ে বলত, দিদিকে মারলে কেন সিপিএম জবাব দাও। আমি এই ছবিটা ওকে উপহার দিতে চাই। যেটা আগামিদিন ওর সংরক্ষণের তালিকায় থাকবে। একদিকে আমার মায়ের ছবি আছে, আরেকদিকে আমার ছবি আছে। আরেকদিকে ওর ২ বছরের ছবিটা আছে। তাতে আপনারা বুঝতে পারবেন, ও আজ থেকে রাজনীতি করে না। ২ বছর বয়স থেকে করে।”

Next Article