Arrest: ‘ও স্বেচ্ছায় গিয়েছে, বয়সটা কম তাই…’, কিশোরী অপহরণে গ্রেফতার হওয়ার পর বললেন যুবক

Satyajit Mondal | Edited By: সায়নী জোয়ারদার

May 01, 2023 | 9:27 PM

South 24 Parganas: এই ঘটনায় নাবালিকার পরিবার নরেন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অপহরণ, পকসো ও চাইল্ড ম্যারেজ আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Arrest: ও স্বেচ্ছায় গিয়েছে, বয়সটা কম তাই..., কিশোরী অপহরণে গ্রেফতার হওয়ার পর বললেন যুবক
প্রতীকী ছবি।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: এক নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে ওই ছাত্রী নবম শ্রেণিতে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে তার আলাপ হয়। এরপরই গড়িয়ার ওই ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠে। এরপরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় যুবককে। এই ঘটনায় যেহেতু কিশোরী অপহরণ, তাই পকসো আইনে তদন্ত চলছে। অভিযোগ, নাবালিকাকে ফুঁসলিয়ে গুজরাটে নিয়ে চলে গিয়েছিলেন ওই যুবক। তদন্তে নেমে গুজরাটের ভক্তিনগর থানা এলাকা থেকে নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।

জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি মেদিনীপুর জেলার দাসপুরে। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার সঙ্গে ফেসবুকের মাধ্যমে আলাপ ওই যুবকের। নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।

এই ঘটনায় নাবালিকার পরিবার নরেন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অপহরণ, পকসো ও চাইল্ড ম্যারেজ আইনে মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এদিন আদালতে যাওয়ার পথে ওই যুবক জানান, তিনি কাউকে অপহরণ করেননি। ওই কিশোরী স্বেচ্ছায় গিয়েছিল তাঁর সঙ্গে। অভিযুক্তের বক্তব্য, “মেয়ের বয়স কম থাকার কারণে পুলিশ আমাকে ধরেছে।”

Next Article