AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ভোলা-ট্যাংরা-চিংড়ি, বাদ নেই কিছুই! ঝাঁকে ঝাঁকে ভেসে উঠলেও নেই প্রাণ, কী হয়েছে সন্দেশখালির নদীতে?

Sandeshkhali: ঘটনা উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকে। এখানেই আতাপুর ও মনিপুর কলাগাছি নদীতে একদিন আগে থেকে প্রচুর মৃত মাছকে নদীতে ভাসতে দেখা গেল। কিন্তু সুন্দরবনের লবণাক্ত নদীগুলিতে এই দৃশ্য একদমই চেনা নয় এলাকার বাসিন্দাদের।

Sandeshkhali: ভোলা-ট্যাংরা-চিংড়ি, বাদ নেই কিছুই! ঝাঁকে ঝাঁকে ভেসে উঠলেও নেই প্রাণ, কী হয়েছে সন্দেশখালির নদীতে?
চিন্তা বাড়ছে এলাকার লোকজনের মধ্যে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 8:09 PM
Share

সন্দেশখালি: ভেসে উঠছে অসংখ্য মাছ। ভোলা, ট্যাংরা, বাগদা চিংড়ি, বাদ নেই কিছুই। অবস্থা দেখে প্রথমে কিছুই আঁচ করতে পারছিলেন না এলাকার বাসিন্দারা। কিছু সময়ের পরই দেখা গেল কোনও মাছের দেহেই আর প্রাণ নেই। ঘটনা উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকে। এখানেই আতাপুর ও মনিপুর কলাগাছি নদীতে একদিন আগে থেকে প্রচুর মৃত মাছকে নদীতে ভাসতে দেখা গেল। কিন্তু সুন্দরবনের লবণাক্ত নদীগুলিতে এই দৃশ্য একদমই চেনা নয় এলাকার বাসিন্দাদের। 

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরিবেশপ্রেমীদের মধ্যে। তাঁদের আশঙ্কা জল জল দূষণের মাত্রা বেড়ে যাওয়ার ফলেই এমনটা হচ্ছে। অনেকেই আবার নদীর জল নানা প্রয়োজনে ব্যবহার করে। তাই স্বভাবতই আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের মধ্যেও। 

রাজ্য বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ্ত সরকার বলছেন, মানুষের ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ ও কীটনাশক বৃষ্টির মাধ্যমে নদীর জলে মিশে যায়, যার ফলে মাছ মরে যায়। এটা অবশ্যই চিন্তার। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, জল ও মাটি দূষণ আজ জনস্বাস্থ্যের বড় হুমকি। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ এবং পরিবেশ সচেতনতা খুব জরুরি।” অন্যদিকে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই নদীর জল পরীক্ষার দাবি তুলেছেন।