বাসন্তী: হাজার হাজার টাকা ধার, দিনের পর দিন শারীরিক সম্পর্ক। তারপরেও বিয়ে করতে নারাজ প্রেমিক। কিন্তু, নাছোড় প্রেমিকা। বিয়ে করতেই হবে। এই দাবিতেই প্রেমিকের বাড়ির সামনে দিনভর ধরনায় যুবতী। শেষে পুলিশের হস্তক্ষেপে ধরনা ওঠে। ঘটনায় জোর শোরগোল বাসন্তী (Basanti) থানার কালীডাঙ্গা গ্রামে। সূত্রের খবর, এদিন সকালে আচমকা এলাকায় ওই যুবতীকে দেখা যায়। তাঁর গতিবিধি দেখেও সন্দেহও হয় অনেকের। কিছু সময় পরেই জানা যায় আসল ঘটনা। দেখা যায় এলাকারই এক যুবকের বাড়ির সামনে কার্যত ধরনায় বসে গিয়েছেন ওই যুবতী। তাঁর একটাই দাবি, বিয়ে করতে হবে, নাহলে ধরনা থেকে উঠবেন না।
ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আশেপাশে এলাকা থেকেও যুবতীকে দেখেতে ভিড় জমায় কৌতূহলী জনতা। সকলের সামনেই তিনি জানান, প্রায় ২ বছরের বেশি সময় ধরে ওই যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। নানা জিনিসপত্র নেওয়ার পাশাপাশি প্রচুর টাকাও নিয়েছে ওই যুবক। এমনকী তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে বলে দাবি করেন। কিন্তু, এখন আর বিয়ে করতে চাইছেন না ওই যুবক। তাতেই ক্ষোভে ফুঁসছেন ওই যুবতী। তাঁর একটা দাবি, বিয়ে না করলে তিনি কোনওভাবেই এখান থেকে যাবেন না।
ঘটনায় খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, যুবতীর বাড়ি কুলপি থানা এলাকায়। বাসন্তী থানার পুলিশই শেষে যুবতীকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় ওই যুবতী বলেন, আমাকে আমাকে আমার প্রেমিকই ঠিকানা দিয়েছিল। তা জেনেই আমি এখানে এসেছি। ওদের বাড়িতেও যাই। কিন্তু, ওর মা বলছে ছেলে বিয়ে করতে পারবে না। এও বলছেন ওনার ছেলে নাকি কোনওদিন আমাকে ভালবাসেনি। কিন্তু, আমাদের ২ বছরের সম্পর্ক। সব হয়েছে। আমাকে বিয়ে করতেই হবে।