ভ্যালেন্টাইনস ডে’তে জনতাকে গোলাপ বিলোলেন ‘প্রেমিক’ স্বপন

সৈকত দাস |

Feb 14, 2021 | 6:38 PM

'তুমি তো ভোটার, এই নাও ফুল, আমি ভোটারদের প্রেম নিবেদন করছি,' চৈতন্য সেজে যাত্রার আসর মাতিয়ে এবার প্রেম দিবসে গোলাপ হাতে মন্ত্রী স্বপন দেবনাথ

ভ্যালেন্টাইনস ডেতে জনতাকে গোলাপ বিলোলেন প্রেমিক স্বপন
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: প্রেমের বিষয়ে বরাবরই ‘লিবারাল’ তৃণমূল, খোদ মুখ্যমন্ত্রীই বলেছিলেন সে কথা। আবার ভ্যালেন্টাইনস ডে (Valentines Day) পালন নিয়ে যুব তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তবে দিনের শেষে ভালবাসারই জয়জয়কার করলেন রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ। ভ্যালেন্টাইন ডে’তে পথে নেমে প্রেম বিলোলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প আর প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী। খোদ মন্ত্রীর হাত থেকে গোলাপ পেয়ে আবেগে ভাসলেন সাধারণ মানুষ।

রবিবার পূর্ব বর্ধমানের আলিশা গ্রামে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের তিনজন-সহ মোট চারজন প্রাণ হারিয়েছেন। এই খবর পেয়েই মৃতদের পরিবারকে সমবেদনা জানাতে নিজের এলাকা হেমাতপুর থেকে বর্ধমানে ছুটে গিয়েছিলেন স্বপন। ভোটের আবহে বেজায় ব্যস্ত মন্ত্রী। সারাদিন জুড়ে একাধিক কর্মসূচি ছিল তাঁর। এর মধ্যে সরকারি কর্মচারীদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রীর মনে পড়ে যায় আজ তো ভ্যালেন্টাইনস ডে! বক্তব্যেও তা তুলেও ধরেন মন্ত্রী। তারপরই টাউনহলের সামনে আম ভোটারদের গোলাপ দিয়ে প্রেম বিলোনোর সিদ্ধান্ত মন্ত্রীর।

আরও পড়ুন: ‘খোলা জায়গায় দৃষ্টিকটু অবস্থায় দেখলেই বাবা-মায়ের সঙ্গে কথা বলব’, ভালবাসার দিনে শহর জুড়ে লিফলেট

স্বপনবাবুর সর্বক্ষণের সঙ্গী তথা গাড়ির চালক নির্দেশ পেয়েই ছোটেন গোলাপ কিনতে। পাশের দোকান থেকে একগুচ্ছ গোলাপ কিনে তুলে দেন মন্ত্রীর হাতে। তারপর স্থানীয় টোটো চালক, রিকশা চালকদের হাতে টাটকা গোলাপ দিয়ে ভ্য়ালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানান মন্ত্রী। তারপর মন্ত্রী চলে যান কোর্ট চত্বরে। সেখানে বেঞ্চে বসে বেশ কিছুক্ষণ স্থানীয়দের সঙ্গে আড্ডায় মাতেন মন্ত্রী। এখানেও অনেকের হাতে গোলাপ তুলে দেন তিনি। গুড় ব্যবসায়ী, রিকশা চালক, হকার- একে একে সবার হাতে ফুল তুলে দেন স্বপন দেবনাথ। তাঁর কথায়, ‘আজ প্রেম দিবস। যে যার প্রেম-ভালোবাসা নিয়ে আছেন। আমি ভোটারদের সঙ্গে প্রেম করি।’

দুয়ারে সরকার আগেই পৌঁছে গিয়েছে। এবার জনসংযোগ বাড়াতে রাস্তায় দাঁড়িয়ে মন্ত্রীকে গোলাপ বিলোতে দেখে আবেগে ভাসেন অনেকে। অবশ্য স্বপনবাবুর এহেন ভূমিকা অচেনা নয় স্থানীয়দের কাছে। কখনও এলাকাবাসীর সমস্যা বুঝতে বাক্স ঝুলিয়ে সাইকেলে চেপে ঘোরেন তিনি। কখনও আবার পিপিই কিট পরে কোভিড সচেতনতার প্রচার করেন। চুনোমাছ আর খালবিল উৎসবে মাততে দেখা যায় মন্ত্রীকে। প্রেমের ঠাকুর চৈতন্য সেজে যাত্রার আসরও মাতিয়েছেন তিনি। সেই প্রেমভাবেই আজ প্রেম দিবসে ভোটারদের মজালেন স্বপনবাবু।

‘আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সবাই নিয়ম করে…’ মন্ত্রী স্বপন দেবনাথের এদিনের কর্মকাণ্ড দেখে অনেকের আবার কবীর সুমনের এই বিখ্যাত গানের দু’কলি মনে পড়ে গিয়েছে।

Next Article