Siliguri Agitation: টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ি, আন্দোলনকারীদের চ্যাংদোলা করে সরাল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

May 06, 2022 | 9:27 PM

Siliguri Agitation: শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে এদিন মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে এগোতেই বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন চাকরি প্রার্থীরা।

Siliguri Agitation: টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ি, আন্দোলনকারীদের চ্যাংদোলা করে সরাল পুলিশ
ছবি- চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তপ্ত শিলিগুড়ি

Follow Us

শিলিগুড়ি: টেট কাঁটায় বারবারই বিদ্ধ হয়েছে রাজ্য সরকার (State Government)। নিয়োগে দুর্নীতির অভিযোগে মুখ পুড়েছে প্রশাসনের। এমতাবস্থায় এবার, ২০১৪ সালে টেট (TET Exam) পাশ করেও চাকরি পাননি এমন চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত উত্তরবঙ্গ। চাকরিপ্রার্থীদের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। শুক্রবার দুপুরে উত্তরকন্যা অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থী টেট উত্তীর্ন ছাত্র-ছাত্রীরা। পড়ুয়াদের মিছিল এগোতে না এগোতেই পথ আটকায় পুলিশ। বাধা পেয়ে আন্দোলনকারীরা রাস্তার মধ্যেই বসে পড়েন। ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গেও। অবেশেষে আন্দোলনকারী চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ।

শিলিগুড়ির (Siliguri) নৌকাঘাট মোড় থেকে এদিন মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে উত্তরবঙ্গের (North Bengal) শাখা সচিবালয় উত্তরকন্যা যেতে গেলে তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছতেই পুলিশ ওই মিছিল আটকে দেয়। এরপরই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। তীব্র গরমে ধ্বস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন আন্দোলনকারী। মিছিলটি জোর করে পুলিশ তুলতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে পাঁচ বিক্ষোভকারীকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

এদিনের আন্দোলন প্রসঙ্গে কোচবিহারের চাকরি প্রার্থী নুরুজ্জামান সরকার বলেন, “আমরা পরীক্ষা দিয়েছি, পাস করেছি। কিন্তু আমাদের নিয়োগ করা হয়নি। যারা ফেল করেছে তাদের দেখা যাচ্ছে নিয়োগ করা হয়েছে। এসব কীভাবে হলো? দূর্নীতি করে এসব করা হয়েছে। আমাদের অবিলম্বে নিয়োগ না করলে আমাদের এই আন্দোলন আজীবন চলবে।” বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৫ সালে টেট পরীক্ষার্থীরা উত্তীর্ণ হলেও এখনও তাদের নিয়োগ করা হয়নি। এদিকে চাকরির দাবিতে গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তেই লাগাতার আন্দোলনের রাস্তায় হেঁটেছেন। আন্দোলনের আগুনে আঁচে পুড়েছে শহর কলকাতাও। গত মার্চেও টেট উত্তীর্ণদের প্রবল বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড বাঁধতে দেখা গিয়েছিল হাওড়ায়। এবার আন্দোলের আগুনের রেশ পৌঁছল উত্তরবঙ্গেও। তাতে যে সরকারের অস্বস্তি আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।

Next Article