Hanskhali Minor Harassment Case: হাইকোর্টের চরম ভর্ৎসনার পর হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা দিল রাজ্য

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 20, 2022 | 12:49 PM

Kolkata High court: সোমবার ছিল শুনানি পর্ব। সেই সময় প্রধান বিচারপতি লিগ্যাল এইডের আইনজীবীকে বলেন, "লিগাল সার্ভিস অথরিটিকে আরও দায়িত্বশীল হতে হবে।

Hanskhali Minor Harassment Case: হাইকোর্টের চরম ভর্ৎসনার পর হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা দিল রাজ্য
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নদিয়ার হাঁসখালি ধর্ষণ ও খুনের মামলায় আইনি সহয়তা পরিষেবার ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। এই ঘটনায় পূর্বেই নিগৃহীতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । কিন্তু সেই নির্দেশের পর এখনও ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি। উল্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় ‘লিগ্যাল এইড’। তাদের এই ধরনের আচরণে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর মঙ্গলবার অর্থাৎ আজ লিগল সার্ভিস থেকে জানিয়ে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

সোমবার ছিল শুনানি পর্ব। সেই সময় প্রধান বিচারপতি লিগ্যাল এইডের আইনজীবীকে বলেন, “লিগাল সার্ভিস অথরিটিকে আরও দায়িত্বশীল হতে হবে। কিছু অস্পষ্ট শব্দ বলে বিষয়টিকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আপনাদের জন্য কত মানুষ ভুগতে হচ্ছে! এত গুরুত্বপূর্ণ মামলায় কেন আপনারা ইনস্ট্রাকশন না নিয়ে আসেন? দায়সারা ভাবে কাজ হয় না। যেখানে নির্দিষ্ট স্কিম আছে, সেখানে আবার আলাদা ইনস্ট্রাকশন দরকার কি আছে?”

প্রসঙ্গত, হাঁসখালিতে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মৃতের পরিবারকে এখনও অবধি নিদির্ষ্ট প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ দেয়নি রাজ্য সরকার। এই ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অথচ ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া দূরে থাক, উল্টে শুনানির দিন দীর্ঘায়িত করার আবেদন করে ‘লিগাল সার্ভিসেস অথরিটি’। সেই কারণে বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ দিন, লিগল সার্ভিস থেকে জানিয়ে দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অন্য আর একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল সেই মামলার ৩০শে জানুয়ারি শুনানি হবে।

Next Article