রাতের অন্ধকারে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা, অভিযোগ অস্বীকার ঘাসফুলের

tista roychowdhury |

Apr 01, 2021 | 12:51 PM

পদ্ম শিবিরের অবশ্য দাবি, কার্যালয়টি সরকারি জমিতে নয়। এমনকী, সরকারি তরফে কার্যালয় ভেঙে দেওয়ার কোনও নোটিসও আসেনি।

রাতের অন্ধকারে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা, অভিযোগ অস্বীকার ঘাসফুলের
প্রতীকী চিত্র

Follow Us

নদিয়া: নির্বাচন আবহে উত্তপ্ত জেলা রাজনীতি। মঙ্গলবার, গভীর রাতে রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির (BJP) অস্থায়ী দলীয় কার্যালয়ে হামলা চালাল একদল দুষ্কৃতী। ভেঙে ফেলা হল চেয়ার টেবিল। বিজেপির দলীয় পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হল মাটিতে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই ভাঙচুর চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

বিজেপির অভিযোগ, কার্যালয় দখল করতেই হামলা চালিয়েছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির কার্যালয়টি সরকারি জমিতে। সেই কারণে কমিশনের নির্দেশে কার্যালয়টি ভেঙে দিয়েছে প্রশাসন।

পদ্ম শিবিরের (BJP) অবশ্য দাবি, কার্যালয়টি সরকারি জমিতে নয়। এমনকী, সরকারি তরফে কার্যালয় ভেঙে দেওয়ার কোনও নোটিসও আসেনি। এই ঘটনার জেরে বুধবার সকালে, ভাঙা কার্যালয়ের সামনেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তৃণমূলকে (TMC) বদনাম করতে নোংরা অভিযোগ আনা হচ্ছে। ঘটনায়, বিজেপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে রানাঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: আমি আপনাদের পাহারাদার, দশ বছর ধরে আমিই পাহারা দিয়েছি: জ্যোতিপ্রিয়

 

Next Article