ব্যারাকপুর: শুক্রবারই কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়। ঘটনার পিছনে মাথার খোঁজ করছে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই এবার এক তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার। দু’দিন নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার রাতে ফেরেন বাড়িতে। আর শনিবার সকালে তাঁরই বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের দেহ।
জানা গিয়েছে, গত দু’দিন ধরে কোনও খোঁজ ছিল না এই তৃণমূল নেতার। পরিবারের লোক তাঁর খোঁজ করছিলেন। অবশেষে শুক্রবার রাতে বাড়ি ফেরেন তিনি। মোবাইল রেখে বেরিয়ে যান। রাতে আবার বাড়ি ফেরেন। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ।
আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে কারও হাত আছে, তা জানতে তদন্ত করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই মৃত্যুর পিছনে কোনও সম্পর্কের গল্প থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই বিষয়টা অনেকটা স্পষ্ট হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। রাজ্যে উপ নির্বাচনের দিন চায়ের দোকানে বসেছিলেন ওই তরুণ নেতা। আড্ডার মাঝেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। আর শুক্রবার সন্ধ্যায় কসবার জনবহুল রাস্তায় বাড়ির সামনে হামলা হয় বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের ওপর। তাঁকে লক্ষ্যে করে গুলি করার চেষ্টা করেন এক ব্যক্তি। যদিও বন্দুক থেকে গুলি বেরোয়নি।