AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতার ৯ বাণ: অঙ্কা, বঙ্কা, শঙ্কা আর …

"সারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নতুন একটা ধর্ম তৈরি করেছে, দাঙ্গা ধর্ম, কুত্সা ধর্ম, ঘৃণ্য ধর্ম । স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়। এরা ঘৃণ্য ধর্মের প্রচারক।"

| Edited By: | Updated on: Dec 15, 2020 | 4:19 PM
Share
"আমি মার খেতে খেতে উঠে আসা লোক। আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনও জায়গা নেই, যেখানে পেটায়নি। "

"আমি মার খেতে খেতে উঠে আসা লোক। আমার মাথা থেকে পা পর্যন্ত এমন কোনও জায়গা নেই, যেখানে পেটায়নি। "

1 / 9
"সংখ্যালঘুদের ভোট জোগাড় করতে হায়দরাবাদের একটা পার্টিকে ধরে এনেছে। ওরা আবার এখানে কয়েকজনকে জোগাড় করেছে। বিজেপি হিন্দুদের ভোট নেবে ও মুসলিমদের ভোট ওরা নেবে, আর আমি কি কাঁচা কলা পাব?"

"সংখ্যালঘুদের ভোট জোগাড় করতে হায়দরাবাদের একটা পার্টিকে ধরে এনেছে। ওরা আবার এখানে কয়েকজনকে জোগাড় করেছে। বিজেপি হিন্দুদের ভোট নেবে ও মুসলিমদের ভোট ওরা নেবে, আর আমি কি কাঁচা কলা পাব?"

2 / 9
"খালি চমকায়। খালি বলে রাষ্ট্রপতি শাসন জারি করব। করে দেখাক না, করে দেখাক। আমারই তো অনেক কাজ কমে যাবে। আমি মিটিং মিছিল করে বেরাব আর তোমাদের ভোটটাও সব নিয়ে নেব।"

"খালি চমকায়। খালি বলে রাষ্ট্রপতি শাসন জারি করব। করে দেখাক না, করে দেখাক। আমারই তো অনেক কাজ কমে যাবে। আমি মিটিং মিছিল করে বেরাব আর তোমাদের ভোটটাও সব নিয়ে নেব।"

3 / 9
"যেই নির্বাচন আসে একটা করে গোর্খাল্যান্ড দেয়, ক'টা গোর্খাল্যান্ড হয়েছে? '১৪-র বলেছে একটা জিতেছে, '১৮য় বলেছে একটা জিতেছে। আমি কিন্তু জিতি নাই। আমি বলি নাই, তাই জিতি নাই।"

"যেই নির্বাচন আসে একটা করে গোর্খাল্যান্ড দেয়, ক'টা গোর্খাল্যান্ড হয়েছে? '১৪-র বলেছে একটা জিতেছে, '১৮য় বলেছে একটা জিতেছে। আমি কিন্তু জিতি নাই। আমি বলি নাই, তাই জিতি নাই।"

4 / 9
ফাইল চিত্র

ফাইল চিত্র

5 / 9
"১০ বছর পার্টির হয়ে খেয়ে, ১০ বছর গর্ভমেন্টের হয়ে, গর্ভমেন্টের সবটা খেয়ে, ইলেকশনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে, আমি কিন্তু টলারেট করি না।"

"১০ বছর পার্টির হয়ে খেয়ে, ১০ বছর গর্ভমেন্টের হয়ে, গর্ভমেন্টের সবটা খেয়ে, ইলেকশনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া করলে, আমি কিন্তু টলারেট করি না।"

6 / 9
"শুধু কানে কানে বলে ও চোর ও চোর, ও খেয়েছে। বিজেপির মত বড় চোর কোথায় আছে? এত বড় ডাকাত সর্দার সব, চম্বলের বড় বড় ডাকাত!"

"শুধু কানে কানে বলে ও চোর ও চোর, ও খেয়েছে। বিজেপির মত বড় চোর কোথায় আছে? এত বড় ডাকাত সর্দার সব, চম্বলের বড় বড় ডাকাত!"

7 / 9
"আমি ভাল তো ভাল, শান্তির লোক। কিন্তু আমার গায়ে যদি আঘাত আসে, এমন প্রত্যাঘাত করব না, তোমার কোটি কোটি গুন্ডা এনেও সামলাতে পারবে না।"

"আমি ভাল তো ভাল, শান্তির লোক। কিন্তু আমার গায়ে যদি আঘাত আসে, এমন প্রত্যাঘাত করব না, তোমার কোটি কোটি গুন্ডা এনেও সামলাতে পারবে না।"

8 / 9
"তিনটে দল, আগে আমি বলতাম, জগাই-মাধাই-গদাই। আমি একদিন রামকৃষ্ণ পড়ছিলাম। রামকৃষ্ণের কথামৃতে একটা জায়গায় লেখা রয়েছে অঙ্কা-বঙ্কা। এখন আমি ওদের বলি অঙ্কা-বঙ্কা-শঙ্কা।"

"তিনটে দল, আগে আমি বলতাম, জগাই-মাধাই-গদাই। আমি একদিন রামকৃষ্ণ পড়ছিলাম। রামকৃষ্ণের কথামৃতে একটা জায়গায় লেখা রয়েছে অঙ্কা-বঙ্কা। এখন আমি ওদের বলি অঙ্কা-বঙ্কা-শঙ্কা।"

9 / 9