Katwa: ‘টাকা নিয়ে মিটিয়ে নাও’! নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই নির্যাতিতার বাবাকে ‘সমঝোতার’ প্রস্তাব তৃণমূলের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 11, 2022 | 7:26 PM

Katwa: কাটোয়ার পানুহাটে বাড়ির পরিচারিকাকে ধর্ষণ ও জোর জবরদস্তি ভ্রূণ হত্যার ঘটনায় ব্যাপক চাপান-উতর তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিক ময়দানে। এমতাবস্থায় এবার নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াতে এগিয়ে এল বিজেপি। নির্যাতিতার বাড়িতে গেলেন মহিলা মোর্চা কমিটির রাজ্য সভাপতি তনুজা চক্রবর্তী।

Katwa: ‘টাকা নিয়ে মিটিয়ে নাও’! নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতেই নির্যাতিতার বাবাকে ‘সমঝোতার’ প্রস্তাব তৃণমূলের
ছবি - টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব

Follow Us

কাটোয়া: গত কয়েকদিন আগে কাটোয়া (Katwa) থানার অন্তর্গত পানুহাটের মন্ডল হাট এলাকার তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ দেবনাথের বিরুদ্ধে বাড়ি পরিচালিকাকে বিবাহের প্রতিশ্রুতি ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে ধর্ষণের ফলে পরিচারিকা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে জোর-জবরদস্তি গোপনে ভ্রূণ হত্যার করার অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে। এদিকে এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত দিলীপ। সে কারণেই শুরুতে মুখ খুলতে ভয় পেয়েছিলেন। অবশেষে ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এদিকে এবার কাটোয়ার পানুহাটে ধর্ষণ ও ভ্রূণ হত্যার প্রতিবাদে নির্যাতিতার বাড়িতে গেলেন মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী। 

অন্যদিকে দলীয় প্রভাব খাটিয়ে দিনের পর ধর্ষণের ঘটনার কথা শওনা মাত্রই দিলীপের নামে পোস্টা দিয়ে প্রতিবাদে সরব হয় এলাকাবাসীরা। পরবর্তীতে নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দিলীপ দেবনাথকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। শনিবার কাটোয়ার ওই নির্যাতিতার পাশে দাঁড়াতে তার বাড়ি এসে নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সভাপতি তনুজা চক্রবর্তী সহ রাজ্য স্তরের ও জেলা স্তরের মহিলা মোর্চা কমিটির সদস্যরা। ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তনুজা চক্রবর্তী জানান, “দলের রঙ নিয়ে নয়, একজন মহিলা হিসেবে একজন নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াতে এসেছি আমরা”। তিনি আরও বলেন, “এই ঘটনায় আমরা শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবারের পাশে থাকব। দোষী যাতে সাজা পায় তার শেষ দেখে ছাড়ব। সে বিষয়টি শেষ পর্যন্ত দেখবেন বলে জানান তিনি।” 

অন্যদিকে এর মাঝেই এবার গুরুতর অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা। ইতিমধ্যেই তাঁকে টাকার বিনিময়ে ‘সমঝোতা’ করার প্রস্তাব দিয়েছেন এলাকার তৃণমূল নেতা। তবে টাকা নিয়ে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও সেই প্রস্তাবে রাজি না হয়ে মেয়ের উপর হওয়া অত্যাচারের বিচার চাইছেন নির্যাতিতার তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ”আমাকে তৃণমূলের একজন লোক বলছে। যা ঘটনা হয়েছে তা টাকা-পয়সা দিয়ে মিটিয়ে নিন। ওরা বলে তোমার তো টাকা নেই, তুমি কেস চালাতে পারবে না। কিন্তু, আমি টাকা চাইনা, আমার মেয়ের উপর হওয়া নির্যাতনের বিচার চাই”।

Next Article