শিলিগুড়ি: প্রকাশ্যে ধূমপান আইনত নিষিদ্ধ। রাজ্যে এ সংক্রান্ত আইনও রয়েছে। অথচ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুষ্ঠানে যোগ দিয়ে নো-স্মোকিং জ়োনে প্রকাশ্যেই ধূমপান করে ফের বিতর্কে জড়ালেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী (Anantadeb Adhikari)। এর আগে এক সাংবাদিককে চড় মেরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সাংবাদিক নিগ্রহের পর এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে প্রকাশ্যে ধূমপান করে ফের বিতর্কে মুখে পড়লেন তিনি।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফাঁসিদেওয়া ব্লকে মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন কলকাতা থেকে। সেই উপলক্ষে ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকড়িতে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ময়নাগুড়ির বিধায়ক তথা রাজ্য প্রাণিসম্পদ বিকাশ বিভাগের চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। সেখানেই বিধায়ককে দেখা গেল এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ধূমপান করছেন। স্ক্রিনে তখন চলছে প্রকল্পের সূচনা পর্ব।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এহেন ঘটনায় বেশ বিরক্ত অভিজ্ঞ মহল। খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতরে যেখানে ধূমপান কিংবা তামাকজাত দ্রব্য নিষিদ্ধ, সেখানে একজন বিধায়ক কীভাবে এমন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিতে পারেন? এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি যে একেবারেই সঠিক হয়নি অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতাও সে কথা স্বীকার করে নিয়েছেন।
এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী ফাঁসিদেওয়ার ব্লকের হাতিরামজোতে রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন নিগমের ব্যবস্থাপনায় মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভার্চুয়ালী উদ্বোধন করেন। ভার্চুয়াল অনুষ্ঠান উপলক্ষে ওই কেন্দ্রেই উপস্থিত ছিলেন অনন্তদেব অধিকারী, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদ্য প্রাক্তন সদস্য আইনুল হক, ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, ফাঁসিদেওয়া ব্লক স্বাস্থ্য আধিকারিক অরুনাভ দাস-সহ অন্যান্যরা।
আরও পড়ুন: এমন ভাবে ফিরে আসব, ভাবতে পারবেন না, সব জবাব পেয়ে যাবেন: ‘আত্মপ্রত্যয়ী’ মমতা
ঘটনার কথা জানাজানি হওয়ার পর ফাঁসিদেওয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সদ্য-প্রাক্তন শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য মহম্মদ আইনুল হক জানিয়েছেন, “বিষয়টি এখনই জানতে পারলাম। খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতরে ধূমপান একেবারেই নিষিদ্ধ। বিধায়ক অনন্তদেব অধিকারীর যদি এই কাজ করে থাকেন, সেটা সত্যি নিন্দনীয়।” পাশাপাশি, বিজেপির ফাঁসিদেওয়া মণ্ডল সভাপতি অনিল ঘোষ বলেন, এর আগেও অনন্তদেব অধিকারী সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটিয়ে শিরোনামে এসেছিলেন। এবারে মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: বিজেপি বিধায়ক প্রণাম ঠুকতেই মমতা বললেন, ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’