শান্তিনিকেতন: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাজ্যে পা রাখার আগে থেকেই বির্তকের কেন্দ্রে রয়েছে শান্তিনিকেতন (Shantiniketan)। রাজনীতির ছোঁয়াচ এড়াতে এবার তাই ‘ব্রাত্য’ রাখা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। ফের যাতে নতুন করে বির্তক না সৃষ্টি হয়, তার জন্য আগেভাগে সেই পদক্ষেপ করছে বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর, নতুন করে রাজনৈতিক বিতর্ক এড়াতে বিশ্বভারতীতে অমিত শাহের অনুষ্ঠানে যোগদান পর্ব বাদ দেওয়া হচ্ছে। রবিবারের অমিত শাহের মঞ্চে কোনও রাজনৈতিক যোগদানের অনুষ্ঠান হবে না বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকেও বিশ্বভারতীর অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়ছে৷
আরও পড়ুন: লাইভ: ‘বড় দাদা’কে পাশে বসিয়ে শুভেন্দুর হুঙ্কার ‘তোলাবাজ ভাইপো হঠাও’
শুধুমাত্র বিজেপি রাজ্য সভাপতি স্বপন দাসগুপ্ত আগামিকালের সভায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। কারণ, তিনি বিশ্বভারতীর কোর্ট মেম্বার৷ তবে প্রশ্নও উঠছে যে, যেখানে রাজনৈতিক বিতর্ক এড়াতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে থাকতে দেওয়া হচ্ছে না, সেখানে স্বপন দাসগুপ্তই বা থাকছেন কেন?
শুধু তাই নয়, বোলপুরে হেলিপ্যাডে অমিত শাহকে রিসিভ করতেও বিজেপির কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘বাংলা কারোর একার সম্পত্তি নয়’, তৃণমূল কর্মীদের বিদায়ী চিঠি শুভেন্দুর