পশ্চিম মেদিনীপুর: ভোটে গরম বাংলায় জোরদার প্রচারে নেমেছে শাসক শিবির (TMC)। ঘাসফুলের তরফে রবিবার সকালে জোড়া রোড-শো করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
এদিন, চন্দ্রকোণার (Chandrakona) মহেশপুর থেকে রোডশো শুরু করে পলাশচাবাড়ি পর্যন্ত হুডখোলা জিপে চড়ে পরিক্রমা করেন মিমি। একুশের নির্বাচনে চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ ধারার সমর্থনেই রোড-শো করেন তারকা সাংসদ। চন্দ্রকোণার রোডশো শেষে ঘাটালেও তৃণমূল প্রার্থী শঙ্কর দলুইয়ের হয়ে প্রচার করেন মিমি।
রবিবারের হাইভোল্টেজ দুপুরে, মিমির উপস্থিতি ঘিরে জনজোয়ার দেখা যায় ঘাটাল চন্দ্রকোণায়। রোড-শো থেকেই তৃণমূলকে জেতানোর ও পদ্মফুলকে (BJP) হারানোর বার্তা দেন অভিনেত্রী সাংসদ। জোড়াফুলের দলীয় স্লোগান ‘খেলা হবে’ বলে হাঁক দেন মিমি।
যদিও, শাসক শিবিরের এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) নেতৃত্ব। চন্দ্রকোণার বিজেপি প্রার্থী শিবরাম দাস জানিয়েছেন, সিনেমা আর্টিস্ট এনে প্রচার করলে ঘাসফুলের ভোট বাড়বে না। পঞ্চাশ হাজার ভোটে বিজেপিই এগিয়ে থাকবে।