সবং: কাপড়ের দোকানে চুরি। প্রায় ২ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছিল চোর। সেই চুরির ঘটনায় এবার গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। যা নিয়ে ব্যাপক শোরগোল এলাকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের মোহাড় অঞ্চলের মোহাড় এলাকায়।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাড় এলাকায় অবস্থিত এক কাপড় দোকানের মালিক অভিযোগ করেন তাঁর দোকান থেকে ২ লক্ষ টাকার কাপড় চুরি হয়ে গিয়েছে। তদন্তে নামে সবং থানার পুলিশ। এরপরই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য লালমোহন ভুঁইঞা গ্রেফতার হন। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি অমূল্য মাইতি বলেন, “ও সব দিনই চুরিকরে। শুধু ও কেন গোটা তৃণমূল দলটাই চড়ে পরিণত হয়েছে আজ। যখন মন্ত্রীরা চুরির দায়ে জেলে যাচ্ছে তখন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এরকম চুনোপুটি। রাতে চুরি করবেই। গোটা রাজ্যের পাশাপাশি মহান এলাকার মানুষও বুঝলো গোটা দলটাই চোরে পরিণত হয়েছে।” অপরদিকে, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইতের বক্তব্য, যে চুরি করেছে তার ব্যবস্থা আইন নেবে। কোনও রাজনৈতিক দলই চায় না তার দলে চোর ডাকাত থাকুক। অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে ।