Bhangar: ভাঙড়ে প্রকাশ্য মঞ্চেই ‘লড়াই’ সায়নী-লাভলিদের, শওকত জানালেন ‘শুভেচ্ছা’

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Nov 17, 2024 | 10:34 AM

Bhangar: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যাদবপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল। ছিলেন সোনারপুর উত্তর ও দক্ষিণের বিধায়ক ফেরদৌসী বেগম, লাভলী মৈত্ররা।

Bhangar: ভাঙড়ে প্রকাশ্য মঞ্চেই ‘লড়াই’ সায়নী-লাভলিদের, শওকত জানালেন ‘শুভেচ্ছা’
মঞ্চে সায়নী-লাভলি
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ভাঙড়ে: প্রকাশ্য মঞ্চে এমপি-বিধায়কদের মধ্যে লড়াই! বিধায়কা লাভলী মৈত্র, সাংসদ সায়নী ঘোষ-প্রতিমা মণ্ডলের মধ্যে লড়াই! মঞ্চে তখন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। লড়াই দেখে উচ্ছ্বাস প্রকাশ দর্শকদের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের তাড়দহে। ৭৩তম তাড়দহ রাস উৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় শনিবার সন্ধ্যায়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যাদবপুর ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল। ছিলেন সোনারপুর উত্তর ও দক্ষিণের বিধায়ক ফেরদৌসী বেগম, লাভলী মৈত্ররা। মঞ্চেই গানের লড়াইয়ে নেমে পড়তে দেখা যায় সায়নী-লাভলী-প্রতিমারা। গানের অনুরোধ না এলেও বিধায়ক-সাংসদরা শোনালেন গান। একবার একজন তো সঙ্গে সঙ্গেই অন্য জন। যা দেখে অনেকেই বলে উঠলেন এ যেন একেবারে গানের লড়াই। তুমুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় দর্শকদের। পরে যদিও মিস জোজোকে মঞ্চ মাতাতে দেখা যায়। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত শওকত বলেন, “এই রাস উৎসবে সামনে রেখে ক্যানিং পূর্ব, সোনারপুর এলাকায় প্রতি বছরই তুমুল উন্মাদনা দেখা যায়। দেখতে দেখতে ৭৩টা বছর হয়ে গেল। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমি মন্দির কমিটির লোকজনকে শুভেচ্ছা জানাই। প্রতিবার এখানে থিম নিয়েও বিস্তর চর্চা দেখা যায়।”  

 

Next Article