Nishith Pramanik PC: গাড়িতে বুলেটের দাগ রয়েছে, প্রাণে মেরে ফেলতে চেয়েছিল : নিশীথ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 26, 2023 | 3:33 PM

Nishith Pramanik PC: গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মন্ত্রী।

Nishith Pramanik PC: গাড়িতে বুলেটের দাগ রয়েছে, প্রাণে মেরে ফেলতে চেয়েছিল : নিশীথ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

Follow Us

কোচবিহার: গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখিয়েছেন বিক্ষোভকারীরা। তা থেকে এক মুহূর্তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘন ঘন বোমাবাজি, ইটবৃষ্টির জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ করেছেন। গতকাল এই অপ্রীতিকর পরিস্থিতির পরই আজ সংবাদিক বৈঠক করছেন বিজেপি সাংসদ। তিনি এ দিন বলেছেন, তাঁর উপরে প্রাণঘাতী হামলা হয়েছে এবং পুলিশ এখানে দলদাসে পরিণত হয়েছে। এক নজরে দেখে নিন কী কী বললেন তিনি-

  1. CCTV ফুটেজ দেখলেই বোঝা যাবে কি পরিস্থিতি হয়েছিল । রাতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে। কলমটিতে ভয়ংকর পরিস্থিতি। বাংলার পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দাজনক। বিজেপির নেতা কর্মীরা মার খেল , উল্টে তাদেরকেই আঘাত করছে পুলিশ। পুলিশ দলদাস এখানে : নিশীথ
  2. প্রাণনাশের চেষ্টা চলছে। আইনে কেউ ছাড়া পাবে না। আগামীতে দেখতে পাবেন কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টি : নিশীথ
  3. তৃণমূল ও পুলিশ একযোগে যেভাবে অত্যাচার চালাচ্ছে তা ভাবা যায় না। ইমারজেন্সির মতো অবস্থা। বিজেপিকে ঘরে গৃহবন্দি করে রাখার চেষ্টা করছে পুলিশ। তৃণমূল সব জায়গায় জমি হারাচ্ছে । দলের নেতাদের প্রতি তৃণমূলের বিশ্বাস নেই। সব জায়গায় ব্যর্থ। তাই কি পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে ? পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে ঘেরাও করার কাজে নেমেছে। অপরিপক্ক নেতাদের দায়িত্ব দিয়ে সব বিশৃঙ্খলা হচ্ছে। আমরা সকলের পাশে আছি। বাংলার গণতন্ত্রকে ফেরাতে হবে: নিশীথ
  4. রাজনীতি হোক কিন্তু নির্বাচিত প্রতিনিধিকে বাধা দেওয়া কেন? রাজনৈতিক জমি হারাচ্ছে তৃণমূল। তাই প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে : নিশীথ
  5. পুলিশের যেসব আধিকারিক এই কাজ করছে তাঁরা কীসের বিনিময়ে করছে তা দেখতে হবে। রাজ্য কে চালাচ্ছে, পিসি নাকি অন্য কেউ : নিশীথ
  6. গুলির চিহ্ন দেখিয়ে গুলি করার দাবি করেন নিশীথ। বুলেটের দাগ কীসের তা ফরেন্সিককে দেখতে হবে বলেছেন তিনি।
  7. পুলিশ প্রশাসন একেবারেই সঠিক ভাবে কাজ করছে না। পুলিশ নিশীথের গাড়িতে টিয়ার গ্যাস ফেলেছে : নিশীথ
  8. অভিষেক বলে গিয়েছিলেন বলেই এই অবস্থা শুরু। আমার বাড়ি ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। উদয়ন গুহ বলেন, কালো পতাকা দেখাতে। বিজেপি কে আটকাতে গতকাল উদয়ন গুহ বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের না হওয়ার নিদান দিয়েছেন: নিশীথ
  9. গৃহ মন্ত্রকের মন্ত্রীকে আক্রমণ মানেই স্বরাষ্ট্র দফতরের মন্ত্রীকে আক্রমণ।
  10. প্রথমে পুলিশ রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে আমাদের আটকায়। তারপর তৃণমূলের সন্ত্রাসবাদীরা তাঁরা ইটবৃষ্টি করে: নিশীথ
  11. তৃণমূলের ৬০ থেকে ৭০ জন গুন্ডা বা দুষ্কৃতীরা পাথর, বোম, বন্দুক নিয়ে কালো পতাকা দেখানোর চেষ্টা করছিলেন। কাল মাধ্যমিক পরীক্ষা চলছিল। পুলিশ চাইলে তাঁদের রাস্তার একধারে আটকাতে পারতেন। আমাদের বাধা তৃণমূলের গুন্ডা বাহিনী দেয়নি, দিয়েছে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিয়ে: নিশীথ
  12. আপনারা জানেন গতকাল একটি নির্দিষ্ট কর্মসূচির জন্য আমরা বুড়িহাটে গিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেখানে কী ঘটনা ঘটেছে তা আপনারা জানেন। একদিকে পুলিশ প্রশাসন। তাদের সঙ্গে তৃণমূলের হার্মাদরা মিশে একসঙ্গে মিলে একটা কার্যক্রমকে তাঁরা রূপ দিতে চেয়েছিলেন: নিশীথ
  13. গতকালের ঘটনার ভয়াবহতা সম্বন্ধে আপনারা অনেকেই অবগত রয়েছেন। আজ যে চরম অরাজকতার পরিস্থিতি বাংলায় চলছে সেটা সমগ্র বাংলা তথা দেশের মানুষ কাল প্রত্যক্ষ করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই: নিশীথ
Next Article
Haimanti Ganguly: ‘আমার মেয়ে সৎ, সামনে এলেই বুঝতে পারবেন’, বললেন হৈমন্তীর মা
Modi on Tribeni: ৭০০ বছর পর হুগলির ত্রিবেণীর তাৎপর্য ‘মন কি বাতে’ বোঝালেন নমো