‘এতদিন লকডাউনের পর আবার ধর্মঘট কীসের!’

Nov 27, 2020 | 7:40 AM

'অনেক বনধ হয়েছে। আর কোনও বনধ হচ্ছে না। এই লকডাউনের পরেও আবার বনধ! মানুষ মেনে নেবেন না।'

এতদিন লকডাউনের পর আবার ধর্মঘট কীসের!

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: দেশজুড়ে আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট (Strike)-এর ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কৃষি আইন-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক ‘জনবিরোধী’ নীতির প্রতিবাদে সাধারণ ধর্মঘট। তবে এই ধর্মঘটে সায় নেই তৃণমূলের। লকডাউনের পর আবার কীসের ধর্মঘট (Strike)! প্রশ্ন তুললেন উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)-এর তৃণমূল (Trinamool) জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল (Kanaia lal Agarwal)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অনেক বনধ হয়েছে। আর কোনও বনধ হচ্ছে না। এই লকডাউনের পরেও আবার বনধ! মানুষ মেনে নেবেন না।” ইতিমধ্যেই এই ধর্মঘট নিয়ে তৃণমূলের মহাসচিব জানিয়েছেন, “আমরা ধর্মঘটের ইস্যুগুলিকে সমর্থন করলেও ধর্মঘটে সমর্থন করি না।”

শনিবার রায়গঞ্জ (Raigung)-এর সুপারমার্কেট এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কানাইয়ালাল। সেখানে তিনি বিজেপিকেও তুলোধনা করেন। ভুল খবর ছড়িয়ে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ তোলেন। বাংলায় ভুয়ো খবর ছড়িয়ে অস্থির পরিস্থিতি তৈরিই বিজেপির লক্ষ্য বলে দাবি এই তৃণমূল নেতার।

আরও পড়ুন: একুশের ভোটের আগে তৃণমূলের নয়া জনসংযোগ ‘বঙ্গধ্বনি’

কানাইয়ালাল বলেন, মানুষকে সব সময় সতর্ক থাকতে হবে। কেউ ফেক নিউজ যেন ছড়াতে না পারে। জেলায় বিজেপির সে অর্থে কোনও সংগঠন নেই বলেও দাবি করেন তিনি। মানুষকে ভুল বুঝিয়ে গত লোকসভা ভোটে জিতে গেলেও মানুষের জন্য তাঁরা কোনও কাজই করেননি বলেও এদিন দাবি তোলেন এই তৃণমূল নেতা।

Next Article