নাকাশিপাড়া: ভয়াবহ এক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত দুই শিশু সহ পাঁচ জন। দুর্ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানা এলাকায়। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি লরি এবং একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। মৃতদের নাম বিদ্যুৎ রায় (৩৮), আয়ুষ্মান রায় (৫), অর্কপন্ন্য রায় (১০), পারুল রায় (৬৮) ও মুকুল সরকার (৫৬)। মৃতদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকার জামবাড়ি কালিবাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ বিদ্যুৎ রায় তাঁর মা, দুই সন্তান ও মামাকে নিয়ে নিজের গাড়িতে চেপেই রওনা দিয়েছিলেন। গন্তব্য ছিল নদিয়ার মায়াপুর। দীক্ষাগুরুর বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। শুক্রবার সকালে নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে একটি টোল প্লাজ়ার থেকে কিছু দূরেই দুর্ঘটনার মুখে পড়ে বিদ্যুৎ বাবুর মারুতি ভ্যান। উল্টো দিক থেকে আসা ওই লরিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যানটিতে ধাক্কা মারে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহগুলিকে উদ্ধার করে।
এদিকে এই মর্মান্তিক এই পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে জামবাড়ি কালিবাড়ি এলাকায়। মৃত বিদ্যুৎ রায়ের দাদা স্বপন রায় জানিয়েছেন, “ভাই বিদ্যুৎ রায়ের সঙ্গে আমার রাত সাড়ে ১০ দিকে শেষ কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি। সকালে শুনতে পারি, তাদের গাড়িটিকে লড়ি ধাক্কা মেরেছে। গাড়ির মধ্যে ছিল ভাই বিদ্যুৎ রায়, মা পারুল রায়, মামা মুকুল সরকার ও দুই ভাইপো আয়ুষ্মান রায় আর অর্কপন্ন্য রায়।” তারা প্রত্যেকেই মৃত। এই খবর পেয়ে এলাকায় শোকের ছায়া।