রায়গঞ্জ: সোমবার সকাল-সকাল বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। বোমা বিষ্ফোরণে গুরুতর জখম হন এক ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বানিয়াভিটা এলাকায়।
তফিজুল হক নামে আহত ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। আহতের আত্মীয়দের দাবি,ওই ব্যক্তি নিজের বাড়িতেই ছিলেন। এলাকা থেকে কিছু দূরে একটি তৃণমূলের দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন আহতের পরিবারের সদস্যরা ও এলাকাবাসীদের অধিকাংশ। আচমকা বিস্ফোরনের শব্দ শুনতে পান তফিজুলের পরিবারের লোকেরা। এলাকাবাসীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন। তাদের বাড়িতে লক্ষ্য বাইরে থেকে কেউ বোমা ছুড়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। বাড়ির পাশেই বোমা মজুত ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমাগুলিকে নিস্ক্রিয় করেছে। এলাকাবাসীদের দাবি, ভুট্টা ক্ষেত ও ঝোপঝাড়ের আড়ালে ওই বাড়িতে বোমা বাধার কাজ হত। আগ্নেয়াস্ত্রধারী দুস্কৃতীরা এসব অবৈধ কাজ করত বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে এলাকাবাসীদের অভিযোগ। আহতের বাড়িতেই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এসব চলত বলে দাবি।পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য এলাকায়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন, “গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।”