Abhishek Banerjee: ভোটের বাংলায় অভিষেকের মুখে ‘সার্জিক্যাল স্ট্রাইক’! দিলেন বড় বার্তা

Rupak Ghosh | Edited By: Soumya Saha

Apr 20, 2024 | 11:54 PM

Abhishek Banerjee: ভোট রাজনীতিতে 'সার্জিক্যাল স্ট্রাইকের' কথা তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, '২০১৯ সালে মোদীজি বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক। গতকাল বাংলা বিরোধীদের বিরুদ্ধে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে।'

Abhishek Banerjee: ভোটের বাংলায় অভিষেকের মুখে সার্জিক্যাল স্ট্রাইক! দিলেন বড় বার্তা
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

উত্তর দিনাজপুর: লোকসভা ভোটের আবহে এবার ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উত্তর দিনাজপুরের ইটাহারে রোড শো শেষে এক নির্বাচনী প্রচার সভা থেকে এবার এমনই বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। প্রথম দফার ভোটে বাংলার তিন আসনেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক। বললেন, ‘শুক্রবার তিনটি লোকসভা আসনে ভোট হয়েছে। বিজেপি ভোকাট্টা। তৃণমূলের পক্ষে ৩-০ হতে চলেছে।’ সেই ভবিষ্যদ্বাণী করেই ভোট রাজনীতিতে ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ কথা তুললেন তিনি। অভিষেক বলেন, ‘২০১৯ সালে মোদীজি বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইক। গতকাল বাংলা বিরোধীদের বিরুদ্ধে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে।’

গতকালই প্রথম দফার ভোট হয়েছে বাংলার তিন আসনে। আর সেই ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই গতরাতে এক বিজয়োল্লাস দেখা গিয়েছিল তৃণমূলের। একপ্রকার বিজয় মিছিলই বেরিয়ে পড়েছিল শাসক শিবিরের। আর আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলাতেও তিন আসনে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী সুর। ভোট গণনার দিন অর্থাৎ ৪ জুন বিজেপিকে ‘৪৪০ ভোল্টের রাজনৈতিক ঝটকা’ দেওয়ার বার্তাও দিয়ে রাখলেন তিনি।

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে আরও বেশি ব্যবধানে, আরও বড় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। ৪০০ পার করার টার্গেট নিয়েছে পদ্ম শিবির। বিজেপির সেই লক্ষ্যমাত্রাকেই খোঁচা দিয়ে রায়গঞ্জের সভা থেকে একহাত নেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কথায়, ‘বিজেপির একটি কঠোর ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। কারণ, গতকাল প্রথম দফার নির্বাচনের সময় বাংলার মা, বোন ও ভাইয়েরা বাংলা-বিরোধী বিজেপি জমিদারদের বিরুদ্ধে তাঁদের এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন। ২৬ এপ্রিল রায়গঞ্জের মানুষেরও একই কাজ করার সুযোগ রয়েছে।’ একইসঙ্গে অভিষেকের আরও সংযোজন, ‘প্রধানমন্ত্রী ৪০০টি আসন পাওয়ার কথা বলছেন। কিন্তু, পরিবর্তে ৪ জুন তাঁরা ৪৪০ ভোল্টের রাজনৈতিক ঝটকা খাবে।’

Next Article