উত্তর দিনাজপুর: করণদিঘি ব্লকের BLRO-সহ সরকারি আধিকারিকদের উপর হামলার ঘটনায় বালি বোঝাই গাড়ির মালিক এবং গাড়ির চালক-সহ মোট তিন জনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল করণদিঘি থানার পুলিশ।
উল্লেখ্য, বুধবার করণদিঘি থানার ঝাপরটোল গ্রামে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়েছিলেন করণদিঘি ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক গৌর সোরেন সহ চার কর্মি। রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এরপর গৌর সোরেনের পক্ষ থেকে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় বুধবার রাতেই।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ লরির মালিক সাহা আলম এবং জানে আলম এবং লড়ির চালক অপু বর্মনকে গ্রেফতার করেছে। লড়ির মালিকের বাড়ি রায়গঞ্জ থানার সরিয়াবাদ গ্রামে। ধৃত তিনজনকেই বৃহস্পতিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে করণদিঘি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সরকারি কর্মীদের নিরাপত্তা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মীরা।