Bangladesh: ‘ ইসকনের সদস্য, যে কোনও সময় তুলে নিয়ে যেতে পারে’, আতঙ্কে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতেই ধরল BSF

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 11, 2024 | 11:16 AM

Bangladesh: জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মেয়েটির বাবা পেশায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ।

Bangladesh:  ইসকনের সদস্য, যে কোনও সময় তুলে নিয়ে যেতে পারে, আতঙ্কে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতেই ধরল BSF
নাবালিকাকে আটক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চোপড়া: ইস্কনের ভক্ত হওয়াই কি অপরাধ? বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভুখন্ডে প্রবেশ করতেই বিএএসএফের হাতে ধৃত সম্ভ্রান্ত পরিবারের এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। এরপর রাতেই তাকে হোমে পাঠায় পুলিশ।

জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মেয়েটির বাবা পেশায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ। বর্তমানে অসুস্থ। মাও অসুস্থ বলে জানা গিয়েছে। সেই কারণে মেয়েকে বাঁচাতে দিশেহারা পরিবার। শেষমেশ কোনও রাস্তা না পেয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ওই নাবালিকা।

মেয়েটি জানিয়েছে, জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল তার। তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নন্বর পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় রাতেই ডেকে পাঠায়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ পদক্ষেপ করতে জেলা শিশু কল্যাণ সমিতি (CWC) -র মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

নাবালিকার আত্মীয়ের বক্তব্য, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা মোটেও কমেনি। শুধুমাত্র সংখ্যালঘু হওয়াতেই এভাবে নির্যাতনের, অপহরণের নানা হুমকির শিকার হচ্ছে। ওপার বাংলার মেয়েদের। ভারত সরকারের কাছে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ওই নাবালিকার আত্মীয়। ঘটনার তদন্তে চোপড়া থানার পুলিশ। নাবালিকার আত্মীয় বলেন, “আমার নাতনি ইস্কনের ভক্ত বলে অত্যাচার করেছে। হুমকি দিচ্ছে। ওকে কিডন্য়াপ করবে এই ভয়ে ও পালিয়ে গিয়েছি। ও বলছে বাবার এক মাত্র মেয়ে। ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমরা চাইছি ভারত সরকার যাতে দ্রুত পদক্ষেপ করে।”

Next Article